অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

আয়কর দপ্তরের নতুন ই-দাখিল পোর্টালে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ৫ কোটি ৮৯ লক্ষ আয়কর রিটার্ন দাখিল

Posted On: 01 JAN 2022 2:40PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১ জানুয়ারি, ২০২২
 
আয়কর দপ্তরের নতুন ই-দাখিল পোর্টালে ২০২১-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫ কোটি ৮৯ লক্ষ আয়কর রিটার্ন দাখিল জমা পড়েছে। কেবল ৩১ ডিসেম্বর তারিখে ৪৬ লক্ষ ১১ হাজারের বেশি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত করা হয়। দপ্তরের নতুন এই পোর্টালে করদাতাদের সুবিধার জন্য হেল্প ডেস্ক থেকে ১৬ হাজার ৮৫০টি ফোন কল এবং ১ হাজার ৪৬৭টি চ্যাটের জবাব দেওয়া হয়েছে। এছাড়াও দপ্তর তার ট্যুইটার হ্যান্ডেলে করদাতা ও কর পেশাদারদের সব রকম সাহায্য করে এসেছে। দপ্তরের ট্যুইটার হ্যান্ডেলে কেবল গতকাল করদাতা ও কর পেশাদারদের ২৩০টির বেশি ট্যুইটের জবাব দেওয়া হয়েছে। 
 
২০২১-২২ মূল্যায়ণ বর্ষের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট জমা পড়া ৫ কোটি ৮৯ লক্ষ আয়কর রিটার্ন দাখিলের মধ্যে ৪৯.৬ শতাংশ বা ২ কোটি ৯২ লক্ষ আইটিআর-১, ৯.৩ শতাংশ বা ৫৪ লক্ষ ৮০ হাজার আইটিআর-২, ১২.১ শতাংশ বা ৭১ লক্ষ ৫ হাজার আইটিআর-৩, ২৭.২ শতাংশ বা ১ কোটি ৬০ লক্ষ আইটিআর-৪, ১.৩ শতাংশ বা ৭ লক্ষ ৬৬ হাজার আইটিআর-৫, ২ লক্ষ ৫৮ হাজার আইটিআর-৬ এবং ৬৭ হাজার আইটিআর-৭ ফর্ম রয়েছে। মোট আয়কর দাখিলের মধ্যে ৪৫.৭ শতাংশের বেশি অনলাইনে জমা পড়েছে এবং বাকি আয়কর দাখিল জমা পড়েছে অফলাইন সফটওয়্যার ব্যবহার করে। 
 
২০২১-এর ১০ জানুয়ারি (২০২০-২১ মূল্যায়ণ বর্ষে আয়কর রিটার্ন দাখিল করার বর্ধিত সময়সীমা) পর্যন্ত ৫ কোটি ৯৫ লক্ষ আয়কর রিটার্ন দাখিল হয়েছে। এরমধ্যে, কেবল ১০ জানুয়ারি ৩১ লক্ষ ৫ হাজারের বেশি আয়কর রির্টান দাখিল করা হয়। অবশ্য চলতি বছরে রিটার্ন দাখিলের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ৪৬ লক্ষ ১১ হাজারের বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে। 
 
আয়কর দপ্তর করদাতা, কর পেশাদার ও সংশ্লিষ্ট অন্যান্যদের প্রয়াসে কৃতজ্ঞতা জানায়, কারণ এঁদের প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। করদাতাদের আরও সহজ ও সরল পরিষেবা দিতে দপ্তরের আন্তরিক প্রয়াস অব্যাহত থাকবে। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1786862) Visitor Counter : 228