স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Posted On: 31 DEC 2021 9:21AM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩১শে ডিসেম্বর, ২০২১

 

দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৪৪ কোটি  ৫৪লক্ষ  টিকা দেওয়া হয়েছে।   

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা  বর্তমানে   ৯১হাজার ৩শো ৬১জন।  

মোট সংক্রমিতের  ১ শতাংশের কম মাত্র ০.২৬% এখন চিকিৎসাধীন । 

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার   ৯৮.৩৬%।    

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৭হাজার ৫৮৫ জন।         

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ  ৬৬হাজার  ৩৬৩ জন।  

গত ২৪ ঘন্টায়  নতুন করে সংক্রমিত হয়েছেন  ১৬,৭৬৪ জন ।    

দৈনিক সংক্রমিতের হার  গত ৮৮ দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার  ১.৩৪%।   

সাপ্তাহিক সংক্রমিতের হার ৪৭ দিন ধরে ১ শতাংশের নিচে রয়েছে,  বর্তমানে  ০.৮৯%।  

মোট নমুনা পরীক্ষা হয়েছে  ৬৭কোটি  ৭৮লক্ষ।        

দেশজুড়ে এ পর্যন্ত  ১২৭০ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এর মধ্যে ৩৭৪ জন সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে গেছেন।   অন্যদিকে পশ্চিমবঙ্গে ১১ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এঁদের মধ্যে ১জন সংক্রমিত সুস্থ হয়ে গেছেন।  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন।    

 

CG/CB/SFS


(Release ID: 1786537) Visitor Counter : 156