অর্থমন্ত্রক

রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ বৈঠকে পৌরোহিত্য করলেন অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন

Posted On: 30 DEC 2021 4:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ এখানে ২০২২-২৩ সাধারণ বাজেটের জন্য রাজ্য এবং বিধানসভা রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ বৈঠকে পৌরোহিত্য করেন। এই বৈঠকে বিভাগীয় প্রতিমন্ত্রী, রাজ্যগুলির উপ-মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীরা সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় অর্থ সচিব বৈঠকে অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানিয়ে এই প্রাক-বাজেট পরামর্শ বৈঠকের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। বৈঠকে অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিনিধিই মহামারীর সময় কঠিন পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সহায়তার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠকে প্রতিনিধিরা ঋণ গ্রহণের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, রাজ্যগুলিকে ব্যাক-টু-ব্যাক ঋণ সহায়তা, মূলধনী খাতে ব্যয়ের জন্য বিশেষ আর্থিক সাহায্যের কথাও উল্লেখ করেন। বাজেট ভাষণে অন্তর্ভুক্তির জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা অর্থমন্ত্রীকে বিভিন্ন পরামর্শ দেন। ২০২২-২৩ সাধারণ বাজেট সম্পর্কে মতামত ও পরামর্শের জন্য বৈঠকে উপস্থিত সকলকে অর্থমন্ত্রী ধন্যবাদ জানান। প্রতিনিধিদের প্রস্তাবিত সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে বলে শ্রীমতী সীতারমন আশ্বাস দেন। 

 

CG/BD/DM/



(Release ID: 1786536) Visitor Counter : 129