অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ওডোকেম ইন্ডাস্ট্রীজের ক্ষেত্রে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুমান ভিত্তিক প্রতিবেদন খারিজ করে দিয়েছে ডিজিজিআই

Posted On: 30 DEC 2021 2:30PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৩০ ডিসেম্বর, ২০২১
 
ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্ট(ডিজিজিআই) তদন্তের পরিপ্রেক্ষিতে কানপুরের কনৌজে সুগন্ধী প্রস্তুতকারক ওডোকেম ইন্ডাস্ট্রী ও তার মালিক পীযূষ জৈনের আবাসন , কারখানায় তল্লাশি চালিয়ে ১৯৭.৪৯ কোটি নগদ অর্থ ও ২৩ কেজি সোনা, মূল্যবান সামগ্রী উদ্ধার এবং বাজেয়াপ্ত করেছে । তবে সম্প্রতি সংবাদ মাধ্যমের কিছু অংশে প্রকাশিত হয়েছে যে, ডিজিজিআই এই উদ্ধারকৃত নগদ অর্থ ওই সংস্থার উৎপাদন কেন্দ্রের লেনদেন হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে । কিছু প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, পীযূষ জৈন ডিজিজিআই-এর অনুমোদন নিয়ে তার বকেয়া কর প্রদানের কথা স্বীকার করার পরে মোট ৫২ কোটি টাকা বকেয়া কর জমা দিয়েছে । প্রতিবেদনে এমনভাবে দেখানো হয়েছে যে, ডিজিজিআই পীযূষ জৈনের বকেয়া করের নিষ্পত্তি করে দিয়েছে । 
 
এই প্রতিবেদনগুলি সম্পূর্ণ অনুমান ভিত্তিক কোন রকম তথ্যপ্রমান ছাড়াই অসত্য তথ্য তুলে ধরা হয়েছে । 
 
এবিষয়ে ডিজিজিআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সংস্থার মালিক পীযূষ জৈনের আবাসন এবং কারখানায় তল্লাশি অভিযান চালিয়ে যে পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে, তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে নিরাপদ হেফাজতে আরও তদন্তের জন্য গচ্ছিত রাখা হয়েছে । ওডোকেম ইন্ডাস্ট্রীজের ফাকি দেওয়া  বকেয়া করের অর্থ জমা দেওয়ার জন্য কোন সুযোগ করে দেওয়া হয়নি । সংস্থার বকেয়া কর এখনও জমা হয়নি । তদন্ত চালানোর জন্য শ্রী পীযূষ জৈনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে । শ্রী জৈন এই ঘটনায় দোষ স্বীকার করে নেওয়ার জন্য সিজিএসটি আইনের ১৩২ নম্বর ধারার আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং ২৭-শে ডিসেম্বর উপযুক্ত প্রমান সহ আদালতে পেশ করা হয় ।মাননীয় বিচারপতি তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর  নির্দেশ দিয়েছে ।   
 
CG/SS/RAB

(Release ID: 1786375) Visitor Counter : 180