প্রতিরক্ষামন্ত্রক

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা লক্ষ্য অর্জন এবং প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি কমানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রক, প্রতিরক্ষা সরঞ্জাম সামগ্রীর দেশীয় উৎপাদনের তালিকা সম্পর্কে অবহিত করেছে

Posted On: 29 DEC 2021 1:11PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৯ ডিসেম্বর, ২০২১

 

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতার লক্ষ্য অর্জন এবং প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রতিরক্ষা সরঞ্জামের আমদানি কমানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন উৎপাদন বিভাগ, প্রতিরক্ষা সরঞ্জাম সামগ্রী দেশে উৎপাদনের জন্য তালিকা তৈরি করেছে। এই তালিকায় থাকা ২ হাজার ৫০০টি আমদানিকৃত সরঞ্জামের দেশীয় উৎপাদন শুরু হয়েছে। আগামী তিন বছরের মধ্যে আরও ৩৫১ টি আমদানিকৃত প্রতিরক্ষা সরঞ্জামের দেশীয় উৎপাদন শুরু হবে। আত্মনির্ভরতার অঙ্গ হিসেবে এক্ষেত্রে প্রতি বছর দেশের প্রায় ৩ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। এই প্রতিরক্ষা সরঞ্জামগুলির বিষয়ে বিস্তারিত জানা যাবে শ্রীজন পোর্টালের মাধ্যমে। এর লিঙ্কটি হলো - (https://srijandefence.gov.in/DPSU%20Indigenization%20List.pdf)

আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসেবে প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতাকে উৎসাহিত করার জন্য সামরিক বিষয়ক দফতর অস্ত্র, গোলাবারুদ, ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে দুটি ইতিবাচক স্বদেশীকরণের তালিকা প্রকাশ করেছে।

 

CG/SS/SKD/



(Release ID: 1786126) Visitor Counter : 170