প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় সেনাবাহিনী মধ্যপ্রদেশের মৌতে কোয়ান্টাম গবেষণাগার গড়ে তুলেছে

Posted On: 29 DEC 2021 12:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২১

 

ভারতীয় সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে নানা ধরনের কাজ করছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের সাহায্যে সেনাবাহিনী মধ্যপ্রদেশের মৌ-তে মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ সম্প্রতি একটি কোয়ান্টাম ল্যাব গড়ে তুলেছে। এখানে বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারাভানে সম্প্রতি মৌ সফর করেন। সেখানে তাঁকে এই গবেষণাগারের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।   

ভারতীয় সেনাবাহিনী এই প্রতিষ্ঠানে একটি কৃত্রিম মেধা কেন্দ্র গড়ে তুলেছে। এই কেন্দ্রগুলিতে শিক্ষা জগৎ ও শিল্প সংস্থাগুলির সক্রিয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। সাইবার যুদ্ধ প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণের পাশাপাশি সাইবার নিরাপত্তার বিষয়েও এখানে পড়ানো হয়। তড়িৎ চুম্বকীয় বর্ণালী ছটা সংক্রান্ত এক সেমিনারে গত বছর মৌ-এর প্রতিষ্ঠানে জাতীয় নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এরপরই কৃত্রিম মেধা, কোয়ান্টাম এবং সাইবার জগতের ওপর গবেষণার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে সশস্ত্র বাহিনী আরও অত্যাধুনিক হয়ে উঠবে। মৌ-এর কোয়ান্টাম গবেষণাগারে কোয়ান্টাম পদ্ধতিতে যোগাযোগ, গণনা এবং ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ হচ্ছে। বিভিন্ন আইআইটি-র সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানে যে পরীক্ষানিরীক্ষা চলছে তার সুফল যাতে শিল্প সংস্থাগুলি এবং নতুন উদ্যোগ বা স্টার্ট-আপ সংস্থাগুলি পায় সে বিষয়টির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।   

 

CG/CB/DM/



(Release ID: 1786122) Visitor Counter : 220