স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৪৩ কোটি ১৫ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৪০ শতাংশ, ২০২০-র মার্চ থেকে সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৯৫

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ২

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৮ শতাংশ, যাগত ৪৫ দিনে ১ শতাংশের নীচে

Posted On: 29 DEC 2021 9:50AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২১

 

দেশেগত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬৪ লক্ষ ৬১ হাজার ৩২১আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৪৩ কোটি ১৫ লক্ষ ৩৫ হাজার ৪১

মোট টিকা করণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

,০৩,৮৭,১৯৭

 

৯৬,৯৪,২৮৩

 

অগ্রভাগেথাকাকরোনা-যোদ্ধা

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

,৮৩,,২১৭

 

,৬৮,৬২,১০

 

১৮-৪৪ বছরবয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

৪৯,৬৪,০৪,০৪

 

,৩১,০১,৯৪৭

 

৪৫-৫৯ বছরবয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

১৯,,১২,৯৮০

 

১৪,৮০,৫২,৭৫৮

 

৬০ বছরেরবেশিবয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

১২,,৯৬,৭০২

 

,৩৮,৩৬,৯৪৩

 

মোট

 

,,১৫,৩৫,৬৪১

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৭ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৫১ হাজার ২৯২।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৪০ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন হাজার ১৯৫ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৭ হাজার ২ জন, যা মোট আক্রান্তের ০.২২ শতাংশ এবং ২০২০-র মার্চ থেকে সর্বনিম্ন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৬৭ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৭ কোটি ৫২লক্ষ ৪৬ হাজার ৪৩

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.শতাংশ, যা গত দিন ১ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৭৯ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৮দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ১২১দিন ৩ শতাংশের নীচে।

 

CG/SS/SKD/


(Release ID: 1786121) Visitor Counter : 171