উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
বড়দিনের প্রাক্কালে উপরাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
प्रविष्टि तिथि:
24 DEC 2021 3:29PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৪ ডিসেম্বর, ২০২১
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু বড়দিনের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন,-
“প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে বড়দিনের শুভ অনুষ্ঠানে সমস্ত দেশবাসীকে আমার উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন।
বড়দিন এমন এক উৎসব যা প্রেম, সহানুভুতি এবং ক্ষমার মূল্যবোধে আমাদের বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। আমরা যখন প্রভু যীশুর জন্মদিন উদযাপন করি, তখন আসুন আমরা তাঁর প্রতীকী মূল্যবোধকে অনুসরণ করি। আসুন আমরা যারা কম ভাগ্যবান তাদের প্রতি আরও সংবেদনশীল হই এবং শান্তি, সহনশীলতা এবং সম্প্রীতির ভিত্তির ওপর একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে যথাসাধ্য চেষ্টা চালাই।
এই বড়দিন আমাদের জীবনে সীমাহীন আনন্দ বয়ে নিয়ে আসুক। ”
CG/SS/NS
(रिलीज़ आईडी: 1785201)
आगंतुक पटल : 195