পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ওপেন এরিয়া লাইসেন্সিং প্রোগ্রামের আওতায় সপ্তম দরপত্র প্রক্রিয়া চালু করেছে

Posted On: 21 DEC 2021 10:54AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২১ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম ও সংশ্লিষ্ট পণ্যের গবেষণার জন্য কার্যকরী কর্মসূচির সঙ্গে সঙ্গে  নির্ধারিত সময়সীমা মেনে কাজ শেষ করার উদ্দেশ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের জন্য 'ওপেন এরিয়া লাইসেন্সিং প্রোগ্রাম (ওএএলপি) এর আওতায় সপ্তম  দরপত্র প্রক্রিয়া চালু করেছে। এই জন্য দরপত্রগুলি একটি সুনির্দিষ্ট অনলাইন ই-বিডিং পোর্টালের মাধ্যমে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত জমা দেওয়া যাবে।  ব্লকগুলির বরাদ্দ প্রক্রিয়া  ২০২২ সালের মার্চের শেষের দিকে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।রাউন্ডে বিজয়ী সংস্থাগুলি ১৫,৭৬৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পেট্রোলিয়াম ও সংশ্লিষ্ট পণ্যের বিষয়ে গবেষণা করতে সক্ষম হবে এবং পরবর্তী পর্যায়ে ওএএলপি-এর আওতায় ২,০৭,৬৯২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই গবেষণার কাজ চালাতে পারবে।
 
২০১৬ সালের মার্চে দেশে হাইড্রোকার্বন অনুসন্ধান এবং লাইসেন্সিং নীতি (এইচইএলপি) অনুমোদিত হয়েছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারীতে কেন্দ্রীয় সরকার তেল ও গ্যাস আমদানির উপর নির্ভরতা কমাতে এবং গবেষণা ও উৎপাদন ক্ষেত্রে গতি আনতে সংশ্লিষ্ট নীতিতে  সংস্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।সেই দিকে লক্ষ্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
হাইড্রোকার্বন অনুসন্ধান এবং লাইসেন্সিং নীতি চালু হওয়ার পর থেকে, গবেষণা ও উৎপাদনের জন্য ওএএলপি-এর আওতায় ১০৫টি ব্লকের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।ওএএলপি-এর ষষ্ঠ রাউন্ডের অধীনে ২১টি ব্লক বন্টনের কাজ চলছে। ১৮টি পলি অববাহিকায় ১৯১,৯২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই ১২৬টি ব্লক। 
 
সপ্তম দরপত্রের জন্য প্রয়োজনীয় নথি এবং দরপত্রের বিশদ বিবরণ https://online.dghindia.org/oalp -এ পাওয়া যাবে।
 
CG/SS/SKD/

(Release ID: 1784053) Visitor Counter : 198