বিদ্যুৎমন্ত্রক
কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবীকরণ দপ্তরের মন্ত্রী রাজ্যগুলির সঙ্গে পর্যালোচনা, পরিকল্পনা এবং পর্যবেক্ষণ বৈঠকে পৌরোহিত্য করেছেন
Posted On:
18 DEC 2021 11:46AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২১
কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবীকরণ দপ্তরের মন্ত্রী শ্রী আর কে সিং শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিদ্যুৎ/ শক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এবং প্রধান সচিব, বিদ্যুৎ ক্ষেত্রে যুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মুখ্য কার্য-নির্বাহী আধিকারিক/ পরিচালন আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা, পরিকল্পনা ও পর্যবেক্ষণ বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুর্জর এবং পুনর্নবীকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা, বিদ্যুৎ ও পুনর্নবীকরণ মন্ত্রকের সচিব সহ অন্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
শ্রী আর কে সিং বৈঠকে জানান যে, বর্তমান সরকার বিদ্যুৎ ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে তৎপর। দেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে। সমগ্র দেশকে একটি গ্রিডে যুক্ত করার কাজ চলছে। পাশাপাশি বিদ্যুৎ বন্টন ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি গ্রহণ করার ফলে গ্রামীণ এলাকায় ২২ ঘণ্টা এবং শহরাঞ্চলে প্রায় ২৩ ঘণ্টা ৫০ মিনিট বিদ্যুৎ সংযোগ অব্যাহত রয়েছে। সরকার সাশ্রয়ী মূল্যে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও তিনি জানান।
শ্রী সিং জানান, দেশের অর্থনীতিতে বিদ্যুতের যোগান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারের উদ্দেশ্যই হলো দেশের নাগরিকদের জন্য বিশ্বমানের পরিষেবা ও সুবিধা প্রদান করা। এই ক্ষেত্রের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষায় দেশে সবুজ শক্তি ক্ষেত্রে পরিবর্তন আনার প্রয়োজন হয়েছে। কৃষকদের জন্য অতিরিক্ত আয় এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার ‘পিএম-কুসুম’-এর মতো একাধিক প্রকল্পের ওপর জোর দিয়েছে। এই উদ্যোগ গ্রহণের ফলে পরিবেশের পাশাপাশি স্বচ্ছ্ব ও সবুজ শক্তি উৎপাদন ক্ষেত্র উপকৃত হবে। পরিবেশবান্ধব উপায়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জিইএনসিও (জেনকো)-এর ক্রমবর্ধমান অতরিক্ত বকেয়া নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। বিদ্যুৎ বন্টন সংস্থাগুলিকে অবিলম্বে যথাযথ মিটার বসানো, বিল ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং বিদ্যুৎ অপচয় রোধ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতেও পরামর্শ দেওয়া হয়। গ্রাহকদের সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপরেও জোর দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সম্প্রতি বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার সাধনে বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন শ্রী সিং। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী কৃষাণ পাল গুর্জর সৌভাগ্য প্রকল্প দীন দয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা-এর অধীনে ১০০ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জনে রাজ্যগুলির প্রয়াস ও সহযোগিতার বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিদ্যুত ক্ষেত্রে খরচ হ্রাস এবং উপভোক্তাদের উন্নত পরিষেবা দানের বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।
CG/SS/SKD/
(Release ID: 1783064)
Visitor Counter : 157