সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
এক দেশ এক পিইউসি
Posted On:
15 DEC 2021 1:39PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৫ই ডিসেম্বর, ২০২১
মন্ত্রক, ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিক্যালস নিয়মাবলী অনুসারে দেশ জুড়ে অভিন্ন পিইউসিসি ফর্ম ব্যবহারের জন্য ব্যবস্থা নেয়। এর জন্য ১৪ই জুন জি এস আর ৪১০(ই) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিক্যালস নিয়মাবলীর ১১৫-র ৭ নম্বর ধারা অনুসারে যে তারিখে গাড়ির প্রথম নিবন্ধীকরণ হবে সেই তারিখের এক বছর পর প্রত্যেক গাড়িকে দূষণ নিয়ন্ত্রণে থাকা সংক্রান্ত “ পলিউশন আন্ডার কন্ট্রোল “ শংসাপত্র রাখতে হবে। রাজ্যসরকারগুলি এই শংসাপত্র দেবার জন্য নির্দিষ্ট সংস্থাকে দায়িত্ব দেবে। মন্ত্রক ২০১৮ সালে ৬ই জুন জিএসআর ৫২৭(ই) বিজ্ঞপ্তি অনুসারে দূষণ সংক্রান্ত তথ্য বাহন তথ্যভান্ডারে রাখার কথা জানায়।
১৯৮৮ সালের মোটর ভেহিক্যালস আইন ও ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিক্যালস নিয়মাবলী যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শ্রী নীতীন গড়কড়ি।
CG/CB/NS
(Release ID: 1782016)
Visitor Counter : 111