যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

মিশন অলিম্পিক সেল এশিয়ান গেমসের প্রস্তুতির ক্ষেত্রে বিদেশী প্রশিক্ষণের জন্য সেইলার'দের প্রস্তাব অনুমোদন করেছে

Posted On: 14 DEC 2021 2:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২১
 
মূল বিষয় সমূহ-
 
* চার অলিম্পিয়ান সেইলারের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ২.৭৫ কোটি টাকারও বেশি
 
* সেইলের সদস্যরা নভেম্বরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্যাডমিন্টন খেলোয়াড় দের উন্নয়নের ক্ষেত্রে সমর্থনের জন্য প্রস্তাব অনুমোদন করেছে
 
যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে পুনর্গঠিত অলিম্পিক সেল আজ চারজন সেইলার'য়ের প্রস্তাব অনুমোদন করেছে যাতে তারা পরের বছর চীনের হ্যাঙঝোতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের অংশ নিয়ে সফলতা অর্জনের জন্য বিদেশি প্রশিক্ষণের সাহায্য নিতে পারে। এই চার অলিম্পিয়ান যে প্রস্তাব দিয়েছে তা ২.৭৫ কোটি টাকারও বেশি।
৪৯-এর সেইলার বরুণ ঠক্কর এবং কেসি গণপতির জন্য ১.৩৪ কোটি টাকা, লেজার রেডিয়াল বিশেষজ্ঞ নেত্রা কুমারনের জন্য  ৯০.৫৮ লক্ষ টাকা  এবং লেজার স্ট্যান্ডার্ড এসিই বিষ্ণু সারাভানাননের জন্য ৫১.০৮ লক্ষ টাকা। এই তহবিল থাকা খাওয়া এবং কোচের জন্য তাঁরা ব্যবহার করবেন।
অলিম্পিক সেলের পক্ষ থেকে আরও কয়েকটি প্রস্তাবের ওপর অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অলিম্পিক গেমসের জ্যাভলিন থ্রো-তে স্বর্ণপদক জয়ী নীরদ চোপড়ার অফ সিজন প্রশিক্ষণে প্রস্তাব সহ আরো কয়েকটি প্রস্তাব।
এছাড়াও অভিনব সাথে কে ভারতীয় পুরুষ হকি দলের ফিজিও থেরাপিস্ট হিসাবে বিবেচিত করা হয়েছে। খেলোয়াড় অদিতি ভাট-এর জন্য ৪.৯০ লক্ষ এবং লক্ষ্য সেনের জন্য ৩ লক্ষ টাকা মঞ্জুর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
 
CG/ SB

(Release ID: 1781549) Visitor Counter : 188