শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

সরকার সামাজিক নিরাপত্তার সার্বিক লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ : শ্রী ভূপেন্দ্র যাদব

Posted On: 11 DEC 2021 3:38PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১১ ডিসেম্বর, ২০২১
 
আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও) এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সহযোগিতায় "কোভিড-১৯ সঙ্কট থেকে সাধারণ মানুষের পুনরুদ্ধারে কার্যকরী পদক্ষেপর জন্য বিশ্বকে আহ্বান" শীর্ষক বিষয়ের ওপর শুক্রবার (১০ শুক্রবার) একটি জাতীয় বার্তালাপ আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব এই বার্তালাপের গুরুত্ব ও দেশে নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য ভবিষ্যতমূলক পদ্ধতির ওপর জোর দেন। তিনি দক্ষতা উন্নয়ন ও বৃদ্ধি, পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কর্মীদের নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপন এবং সুস্থায়ী উন্নয়নের জন্য সবুজ অর্থনীতির পথে দেশ এগিয়ে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
 
শ্রী যাদব বলেন, সরকার সামাজিক নিরাপত্তার সার্বিক লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সামাজিক সুরক্ষা প্রদানের জন্য অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে রাখার উদ্দেশ্যে ‘ই-শ্রম পোর্টাল’ চালু করা হয়েছে। মন্ত্রী আরও জানান, মন্ত্রকের আওতাধীন শ্রম ব্যুরো পরিযায়ী শ্রমিক, পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী এবং গৃহ পরিচারিকা ও চালকদের ওপর সর্বভারতীয় সমীক্ষার কাজ চালানো হচ্ছে।এই ধরনের শ্রমিকদের কল্যাণে নীতি তৈরিতে এই সমীক্ষা চালানো হচ্ছে। সরকার ও সামাজিক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব এবং গঠনমূলক ত্রিপাক্ষিক সামাজিক পদক্ষেপের  প্রসঙ্গের কথা তুলে ধরেন তিনি।
 
এই বর্তালাপে ‘সর্বজনীন সামাজিক সুরক্ষা এবং সকল শ্রমিকের সুরক্ষা’ শীর্ষক বিষয়ের ওপর আলোচনায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব  ডঃ সুনীল বার্তওয়ালা। আলোচনাসভায় বণিকসভা ফিকি সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 
CG/SS/SKD/


(Release ID: 1780571) Visitor Counter : 127