প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১২ই ডিসেম্বর, ব্যাঙ্ক ডিপোজিট বীমা কর্মসূচীর আমানতকারীদের উদ্দেশে বক্তব্য রাখবেন

Posted On: 11 DEC 2021 9:28AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১১ই ডিসেম্বর, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১২ই ডিসেম্বর, বেলা ১২টার সময় বিজ্ঞান ভবনে “ডিপোসিটারস ফার্স্টঃ গ্যারান্টিড টাইম-বাউন্ড ডিপোজিট ইন্স্যুরেন্স পেমেন্ট আপটু রুপিজ ফাইভ লাখ” ( আমানতকারীকে আগ্রাধিকারঃ নির্দিষ্ট সময়সীমায় সঞ্চিত অর্থর ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা  প্রদানের নিশ্চয়তা) শীর্ষক আলোচনায় বক্তব্য রাখবেন।
    
ভারতের সব বাণিজ্যিক ব্যাঙ্কে সেভিংস, ফিক্সড, কারেন্ট, রেকারিং ডিপোজিট ౼ অর্থাৎ সব ধরণের আমানত বীমার আওতায় আছে। রাজ্য, কেন্দ্রীয় ও সমবায় ব্যাঙ্কগুলিতে থাকা জমা অর্থ এই বীমার আওতাভুক্ত। এক যুগান্তকারী সংস্কারের ফলশ্রুতিতে ব্যাঙ্কে সঞ্চিত অর্থর বীমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। 
 
এক একটি ব্যাঙ্কে একজন আমানতকারীর জন্য সঞ্চিত অর্থের উপর বীমার পরিমাণ ৫ লক্ষ টাকা ।   ভারতে বিগত অর্থ বর্ষে বীমার আওতাভুক্ত গ্রাহকের পরিমাণ ৯৮.১%-এ পৌঁছেছে , যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে এর মাপকাঠি ৮০%। 
 
সম্প্রতি ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি করপোরেশন অন্তর্বর্তী প্রদান বাবদ প্রথম কিস্তির অর্থ দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক শহরাঞ্চলের যে ১৬টি সমবায় ব্যাঙ্ক-এর উপর বিধিনিষেধ আরোপ করেছে, সেই ব্যাঙ্কগুলির আমানতকারীরা এই টাকা পেয়েছেন। ১ লক্ষের বেশী আমানতকারীরা তাঁদের অন্য ব্যাঙ্কে থাকা অ্যাকাউন্টে এই টাকা পেয়েছেন, যার পরিমাণ ১৩শো কোটি টাকার বেশী।
  
অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উপস্থিত থাকবেন। 
 
CG/CB/

(Release ID: 1780447) Visitor Counter : 183