বিদ্যুৎমন্ত্রক

বিইই ‘সার্টিফিকেশন কোর্স অফ হোম এনার্জি অডিট’ উদ্যোগের সূচনা করেছে

Posted On: 09 DEC 2021 12:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২১

 

ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (বিইই) আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ৮-১৪ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় শক্তি সংরক্ষণ সপ্তাহ উদযাপন করছে। এরই অঙ্গ হিসাবে বুধবার ‘সার্টিফিকেশন কোর্স অফ হোম এনার্জি অডিট’ (এইচইএ) – এর সূচনা করেছে। 

এইচইএ বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের সরঞ্জাম, যন্ত্রপাতিতে বিদ্যুৎ ব্যবহারের যথাযথ হিসাব, পরিমাণ নির্ধারণ, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ ও বিদ্যুৎ ক্ষেত্রে দক্ষতার উন্নতির জন্য সম্ভাব্য সমাধানের পথ অণ্বেষনে সাহায্য করবে। এই কর্মসূচিটি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যুৎ ক্ষেত্রে খরচের হিসাব নিরীক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং সংরক্ষণের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন রোধেও সহায়ক হবে। 

অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দমন ও দিউ, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, সিকিম এবং তেলেঙ্গানা – এই ১১টি রাজ্যের সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে এই সার্টিফিকেশন কোর্স অফ এনার্জি অডিট চালু করা হয়েছে। গতকাল অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনায় বিইই – এর সচিব শ্রী আর কে রাই, যুগ্ম অধিকর্তা অভিষেক শর্মা উদ্বোধনী বক্তব্য রাখেন। কেরলের এনার্জি ম্যানেজমেন্ট সেন্টারের অধিকর্তা ডঃ আর হরিকুমার “ওভার ভিউ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড ফর সার্টিফিকেশন কোর্স অন হোম এনার্জি অডিট” শীর্ষক বিষইয়ের ওপর বক্তব্য পেশ করেন। সারা দেশ থেকে ৫০টি কলেজ ও প্রতিষ্ঠানের ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী এই ওয়েবিনারে অংশ নেন। 

 

CG/SS/SB



(Release ID: 1779761) Visitor Counter : 136