নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় মহিলা কমিশন মহিলাদের জন্য 'সি ইস এ চেঞ্জ মেকার' নামে একটি প্যান ইন্ডিয়া ক্যাপাসিটি বিল্ডিং কর্মসূচি চালু করেছে

प्रविष्टि तिथि: 07 DEC 2021 2:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ ডিসেম্বর, ২০২১
 
তৃণমূল স্তরে মহিলাদের 'নেতৃত্বে' দক্ষতা অর্জন করতে জাতীয় মহিলা কমিশন আজ একটি প্যান ইন্ডিয়া সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি চালু করেছে। 'সি ইজ এ চেঞ্জ মেকার' নামে এই কর্মসূচিতে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সংসদ সদস্য এবং রাজনৈতিক স্তরের মহিলা কর্মীদের নিয়ে আসা হবে। এর উদ্দেশ্য মহিলা রাজনৈতিক নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষতা তৈরি।
মহারাষ্ট্রের থানের রাহামভৌ মহলগি প্রবোধিনী সংস্থার সহযোগিতায় 'সি ইজ এ চেঞ্জমেকার' সিরিজের অধীন প্রথম কর্মসূচীর আজ উদ্বোধন হয়। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি রেখা শর্মা এর সূচনা করেন। আজ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মিউনিসিপাল কর্পোরেশনের মহিলাদের জন্য তিন দিনের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের সূচনা করে শ্রীমতি শর্মা বলেন, রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে আরও সময়ের প্রয়োজন এবং কমিশন মহিলাদের সংসদ পর্যন্ত পৌঁছতে সহায়তা করতে বদ্ধপরিকর। তিনি বলেন যে, ' আমরা বিশ্বাস করি যে এই কর্মসূচি প্রত্যেক মহিলাকে উপকৃত করবে, যারা রাজনীতিতে নিজেদের জন্য একটি পরিচয় তৈরি করতে চায়।'
 
 
CG/ SB

(रिलीज़ आईडी: 1779078) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Gujarati , Urdu , हिन्दी , Punjabi , Odia , Tamil , Malayalam