পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
ওএনজিসি পুনর্নবীকরণযোগ্য, পরিবেশ, সামাজিক ও পরিচালন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রকল্পগুলির উন্নতিসাধনের জন্য ভারতের সৌরশক্তি নিগমের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে
Posted On:
03 DEC 2021 10:51AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর, ২০২১
দেশে সবুজ শক্তির উদ্দেশ্যগুলি বাস্তবায়নে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) ভারতের সৌরশক্তি নিগম (এসইসিআই)-এর সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। ওএনজিসি-র কার্যনির্বাহী অধিকর্তা সুভাষ কুমার এবং এসইসিআই – এর অধিকর্তা সুমন শর্মার উপস্থিতিতে বৃহস্পতিবার নতুন দিল্লিতে এই দুই জাতীয় শক্তি সংস্থা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ওএনজিসি-র জন্য পরিকাঠামোগত সুযোগ-সুবিধা প্রদান ও সৌর, বায়ু, সৌরপার্ক, পরিবেশ-বান্ধব মূল্য-শৃঙ্খল, গ্রিন হাইড্রোজেন ইত্যাদি ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পগুলির জন্য ওএনজিসি এবং এসইসিআই – এর মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে উঠবে।
অনুষ্ঠানে শ্রী সুভাষ কুমার জানান, জলবায়ু পরিবর্তনরোধে এবং দেশে জ্বালানী নিরাপত্তায় ওএনজিসি প্রতিশ্রুতিবদ্ধ। তাই, সবুজ শক্তির বিকাশে সংস্থা বহুমুখী কৌশল গ্রহণ করেছে। এই পদক্ষেপ গ্রহণের ফলে ধীরে ধীরে কার্বন নিঃসরণের পরিমাণ কম হবে এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্র ক্রমশই শক্তিশালী হয়ে উঠবে। শ্রী শর্মা জানান, এই চুক্তি স্বাক্ষরের ফলে এক সুস্থায়ী উন্নয়নের পথ উন্মুক্ত হবে। জলবায়ু পরিবর্তন রোধে ভারত যে প্রতিশ্রুতি নিয়েছে, তা পূরণ করতে এসইসিআই অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
CG/SS/SB
(Release ID: 1778037)
Visitor Counter : 185