বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ভারতে সার্স-কোভ-২ এর ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে কোভিশিল্ড টিকার কার্যকারিতা
Posted On:
30 NOV 2021 12:20PM by PIB Kolkata
নতুন দিল্লি,৩০ নভেম্বর, ২০২১
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও)-এর পরিসংখ্যান অনুসারে বিশ্বব্যাপী ২০ কোটিরও বেশি মানুষ সার্স-কোভ-২তে আক্রান্ত হয়েছেন এবং এর ফলে ৫০ লক্ষের বেশি মৃত্যু হয়েছে। তবে সার্স-কোভ-২ ভাইরাসের মিউট্যান্ট ভেরিয়েন্ট বৃদ্ধির ফলে টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এই সময়ে ভারতে ডেল্টা (B.1.617.2) ভেরিয়েন্টের স্ট্রেন দেখা দিয়েছে। ভারতে টিকাকরণ কর্মসূচির আওতায় মূলত কোভিশিল্ড টিকা বেশি দেওয়া হয়েছে।
ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিএইচএসটিআই)এর নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে গঠিত ভারতীয় গবেষকদের একটি দল দেশে এপ্রিল এবং মে মাসের মধ্যে সার্স-কোভ-২ সংক্রমণ বৃদ্ধির সময় কোভিশিল্ড টিকা প্রয়োগে বাস্তব ভিত্তিক কার্যকারিতা মূল্যায়ন করেছে।
"দ্য ল্যানসেট সংক্রামক রোগ" জার্নালে প্রকাশিত গবেষণায় সার্স-কোভ-২ সংক্রমণে আক্রান্ত ২৩৭৯টি ঘটনা এবং সংক্রমণ নিয়ন্ত্রিত ১৯৮১ টি ঘটনার মধ্যে তুলনা করা হয়েছে।দেখা গেছে কোভিশিল্ড টিকার দুটি ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যে সার্স-কোভ-২ সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা ৬৩ শতাংশ। মাঝারি থেকে গুরুতর রোগের বিরুদ্ধে দুটি ডোজ নেওয়া টিকার কার্যকারিতা ৮১% এ অনেক বেশি । এই গবেষণাটি বিশ্বে টিকার কার্যকারিতা এবং ইমিউনোলজিক্যাল বিষয়ের উপর তথ্য প্রদান করেছে, যা পরবর্তীতে নীত নির্দেশিকা তৈরিতে সাহায্য করবে।
CG/SS
(Release ID: 1776430)
Visitor Counter : 381