স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১২২ কোটি ৪১ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৩৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় ৪২ লক্ষ ৪ হাজার টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৩০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন

দেশে সুস্পষ্টভাবে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৮৫৯

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৮৫ শতাংশ, যা গত ১৫ দিনে ১ শতাংশের নীচে

Posted On: 29 NOV 2021 9:37AM by PIB Kolkata

নতুন দিল্লি, নভেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ১৭১। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১২২ কোটি ৪১ লক্ষ ৬৮ হাজার ৯২৯।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ -

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,০৩,৮৩,৫৩৭

দ্বিতীয় ডোজ

৯৪,৭৩,০৪৯

প্রথম সারির স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,৮৩,৭৮,৩৭১

দ্বিতীয় ডোজ

,৬৪,৫৯,৬৫৬

১৮ – ৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪৫,৫৬,৩২,৫৩৮

দ্বিতীয় ডোজ

২১,৭৫,৯৬,১৭৩

৪৫ – ৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৮,৪০,১৬,৮৩৩

দ্বিতীয় ডোজ

১১,৮৭,৫৬,৫৯৭

৬০ বছরের ঊর্ধ্বে

প্রথম ডোজ

১১,৫২,৪০,২০০

দ্বিতীয় ডোজ

,৮২,৩১,৯৭৫

মোট

,২২,৪১,৬৮,৯২৯

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৯০৫ জন। এর ফলে মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮ হাজার ১৮৩। জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৪ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে গত ১৫৫ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৯ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৮৫৯। যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৩০ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ৬২ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৪ কোটি ২ লক্ষ ৯১ হাজার ৩২৫টি।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তেমন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮৫ শতাংশ, যা গত ১৫ দিনে ১ শতাংশের নীচে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৫৬ দিনে ২ শতাংশের রয়েছে এবং গত ৯১ দিনে ৩ শতাংশের নীচে।

 

CG/SS/SKD/


(Release ID: 1776311) Visitor Counter : 119