আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

প্রধানমন্ত্রী আবাস যোজনা- শহরাঞ্চল-এর ক্ষেত্রে ১১৪.০৬ লক্ষ বাড়ি অনুমোদন করা হয়েছে, এরমধ্যে ৮৯.৩৬ লক্ষ ইতিমধ্যেই গ্রাউন্ডেড করা হয়েছে এবং ৫২.৫৫ লক্ষ বাড়ি তৈরির কাজ হয় সম্পূর্ণ করা হয়েছে অথবা বিতরণ করা হয়েছে

Posted On: 29 NOV 2021 2:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ নভেম্বর, ২০২১
 
প্রধানমন্ত্রী আবাস যোজনা- শহরাঞ্চল-এর ক্ষেত্রে অংশগ্রহণকারী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জন্য বাড়ি তৈরির ক্ষেত্রে চাহিদা অনুযায়ী একটি সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। শহরাঞ্চলের ক্ষেত্রে এ পর্যন্ত চাহিদা অনুযায়ী ১১২.২৪ লক্ষ বাড়ি তৈরির জন্য মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে মোট ১১৪.০৬ লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত বাড়ি গুলির মধ্যে ৮৯.৩৬ লক্ষ বাড়ি ইতিমধ্যেই গ্রাউন্ডেড করা হয়েছে। এর মধ্যে আবার ৫২.৫৫ লক্ষ বাড়ি হয় সম্পূর্ণ করা হয়েছে অথবা বিতরণ করা হয়েছে। এরমধ্যে অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গও রয়েছে।
 
গত ২২ নভেম্বর, ২০২১ পর্যন্ত পাওয়ার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য ৫,৩২,২২৫ টি বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রাউন্ডেড হয়েছে ৪,৫২,৩৭৭ টি বাড়ি। সম্পূর্ণ হয়েছে অথবা হস্তান্তর করা হয়েছে ২,৭৮,৬৫০টি বাড়ি।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB


(Release ID: 1776299) Visitor Counter : 140