স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া ১২তম ভারতীয় অঙ্গদান দিবসে পৌরোহিত্য করেছেন

Posted On: 27 NOV 2021 2:10PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৭  নভেম্বর, ২০২১

 

    “জীবন থাকতে রক্তদান, মৃত্যুর পর অঙ্গদান : এটিই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত”- জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। ১২তম ভারতীয় অঙ্গদান দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। অঙ্গদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৃত ব্যক্তির অঙ্গদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। দেশজুড়ে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে আরও বেশি সচেতনতা ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে অঙ্গদাতার পরিবারের সদস্যদের সম্বর্ধনা জানানো হয়। ডঃ মান্ডভিয়া অঙ্গদানের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, অঙ্গদানের এক মহৎ উদ্দেশ্য রয়েছে। বৃহত্তর সম্প্রদায়ের মঙ্গলের স্বার্থে অঙ্গদান প্রয়োজন। এ বিষয়ে সচেতনতার লক্ষ্যে ১২তম ভারতীয় অঙ্গদান দিবস উদযাপন করা হচ্ছে। 

    তিনি গুজরাটের জামনগরের বাসিন্দা দীপক নামে পরিচিত একজন অঙ্গদাতার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। সমস্ত ব্যক্তিকে অঙ্গদানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে প্রয়োজনীয় বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। দেশে অঙ্গদানের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সমাজের সকল চিকিৎসক, সুশীল সমাজ, সরকার পক্ষ এবং গণমাধ্যমকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। অঙ্গদান, সংগ্রহ ও প্রতিস্থাপনের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের সাফল্যের বিষয়ে রাজ্যস্তরে এসওটিটিও, আঞ্চলিক স্তরে আরওটিটিও এবং জাতীয় স্তরে এনওটিটিও গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশে প্রতি বছর অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই ভারতের স্থান। কোভিড-১৯ মহামারীর কারণে অঙ্গদান এবং প্রতিস্থাপনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়লেও তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। 

    অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী পাওয়ার জানান, অঙ্গদান একটি মহৎ কাজ। সম্প্রতি কলকাতা সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একজন অঙ্গ গ্রহণকারীর সঙ্গে আলাপচারিতায় অঙ্গদানের কাজকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন। 

    পেশাদারিত্বের সঙ্গে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ভালো কাজের জন্য মহারাষ্ট্রের স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (এসওটিটিও), রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (আরওটিটিও)কে পুরস্কৃত করা হয়। অঙ্গদানের জন্য হাসপাতাল এবং সেরা অঙ্গ প্রতিস্থাপন সমন্বয়কারীকেও সম্মান জানানো হয়।এমনকি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের পোস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এদিন অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা দপ্তরের মহানির্দেশক ডাঃ সুনীল কুমার এবং স্বাস্থ্য মন্ত্রকের অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 

CG/SS/NS


(Release ID: 1776039) Visitor Counter : 171