রেলমন্ত্রক
বাণিজ্যমেলায় রেল তার পরিবর্তন মূলক যাত্রা প্রদর্শন করছে
ভারতীয় রেল বিভিন্ন উদ্যোগ নিয়েছে, বাণিজ্যমেলায় রেলের প্যাভিলিয়ন সব বয়সীদের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে
Posted On:
23 NOV 2021 1:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ নভেম্বর, ২০২১
ভারত আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ভারতীয় রেল তাদের পরিবর্তন মূলক যাত্রা প্রদর্শন করছে।
বাণিজ্যমেলায় ভারতীয় রেল ১৫০০ প্রদর্শনকারীর মধ্যে অন্যতম। রেল তার রূপান্তরমূলক যাত্রা প্রকাশ করার জন্য অভিনব উপায় অবলম্বন করেছে। 'আত্মনির্ভর ভারত'- এই ভাবনাকে সামনে রেখে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেখানে বন্দে ভারত এক্সপ্রেস মডেলটি প্রদর্শন করা হয়েছে। এটি দেশীয়ভাবে নির্মিত ভারতের প্রথম আধা হাই স্পিড ট্রেন যা তার পরিষেবা দিয়ে চলেছে। দিল্লি থেকে কাটরা এবং দিল্লি থেকে বারানসী রুটে এই ট্রেন চালু হলেও শীঘ্রই তার যাত্রাপথে দেশের অন্যান্য গন্তব্য স্থান গুলিকে সংযুক্ত করা হবে।
এই বাণিজ্য মেলায় রেলের যে প্যাভিলিয়নটি করা হয়েছে তার সম্মুখভাগটি বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল রেলওয়ে স্টেশনের প্রতিরূপ, যা প্যাভিলিয়ন টিকে একটি মনমুগ্ধকর চেহারা দিয়েছে।
ভারতীয় রেল যে ধরনের উদ্যোগ নিয়েছে তা এই মেলায় প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
* রেলওয়ে সম্পর্কে ক্যুইজের জন্য ইন্টারঅ্যাকটিভ স্ক্রীন যেখানে যে কেউ অংশ নিতে পারেন এবং আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন।
* প্যাভিলিয়নে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কালকা- সিমলা রুটের বৈচিত্র উপলব্ধি করা যাবে।
* টাচ স্ক্রিন ভিডিও গ্যালারীর ব্যবস্থা রাখা হয়েছে।
* প্যাভিলিয়নে প্রবেশ করা মাত্র দর্শকরা 'মিলে সুর মেরা তুমহারা' গানের নতুন ভার্সন শুনতে পারবেন।
* আধুনিক মানের প্যাভেলিয়ান গড়ে তোলা হয়েছে।
* ট্রফি ক্যাবিনেট নামে একটি কর্নার রয়েছে, যেখানে টোকিও অলিম্পিকে জেতা পাঁচটি পদক সহ অন্যান্য পদক রাখা রয়েছে। যা রেলকর্মীরা অর্জন করেছেন।
* প্যাভিলিয়নের রাখা রয়েছে ভারতীয় রেলের মাসিক ম্যাগাজিন।
এর পাশাপাশি, বন্দে ভারত এক্সপ্রেস, আইকনিক চেনাব ব্রিজ, বারো হাজার হর্সপাওয়ার ইলেকট্রিক লোকোমোটিভ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ভিস্টা ডোম টুরিস্ট কোচ, থ্রি টায়ার এসি ইকোনমি কোচ, নিউ মডিফায়েড গুডস কোচ, হামসফর এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস প্রভৃতির মডেল প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
CG/ SB
(Release ID: 1774563)
Visitor Counter : 161