জাহাজচলাচলমন্ত্রক

হলদিয়া ডক কমপ্লেক্সে একধিক প্রকল্পের উদ্বোধন করে শ্রী শান্তনু ঠাকুর বলেছেন, অভূতপূর্ব গতিতে দেশে অভ্যন্তরীণ জলপথ ক্ষেত্রের সম্প্রসারণ হচ্ছে

Posted On: 22 NOV 2021 9:35AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও অভ্যন্তরীণ জলপথ প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর গতকাল হলদিয়া ডক কমপ্লেক্সে একাধিক প্রকল্পের উদ্বোধন/সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে – বন্যার জল নিষ্কাশন ও সড়ক সম্প্রসারণ; ৪১ হাজার বর্গমিটার দীর্ঘ কার্গো হ্যান্ডেলিং এলাকাকে ডকের সঙ্গে যুক্ত করা; বন্দর অতিথি নিবাসের মানোন্নয়ন ও সৌন্দর্যায়ন এবং বন্দর হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট ও আপৎকালীন ওয়ার্ড। প্রকল্পগুলির সূচনা ও উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ শ্রী দিব্যেন্দু অধিকারি, বিধায়ক শ্রীমতী তাপসী মন্ডল এবং বন্দরের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে শ্রী ঠাকুর বলেন, ভারতে অভ্যন্তরীণ জলপথ ব্যবস্থা দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণে তাঁর মন্ত্রক অঙ্গীকারবদ্ধ। হলদিয়া ডকে তাঁর এই সফর প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই একটি পদক্ষেপ।  

 

CG/BD/SB



(Release ID: 1773978) Visitor Counter : 165