আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত পরিচ্ছন্ন শহরগুলিকে পুরস্কৃত ౼ করতে চলেছে

রাষ্ট্রপতি যেসব শহরে সাফাইরর্মীদের সুরক্ষার জন্য সবথেকে ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলিকে পুরস্কৃত করবেন

Posted On: 18 NOV 2021 1:13PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮  নভেম্বর, ২০২১

 

        রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের ‘স্বচ্ছ অমৃত মহোৎসব’ কর্মসূচির আওতায় ২০২১ এর স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লীর বিজ্ঞান ভবনে ২০ নভেম্বর এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশকে জঞ্জালমুক্ত করার প্রধানমন্ত্রীর পরিকল্পনার সঙ্গে সাযুজ্য রেখে স্বচ্ছ ভারত মিশন- শহরাঞ্চল ২.০র সূচনা হয়। জঞ্জালমুক্ত শহরের প্রতিযোগিতায় সেরা শহরগুলিকে পুরস্কৃত করা হবে। সাফাই মিত্র সুরক্ষা চ্যালেঞ্জের আওতায় যেসব শহরে সাফাইকর্মীদের সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেইসব শহরকে রাষ্ট্রপতি পুরস্কৃত করবেন।

        স্বচ্ছ সর্বেক্ষণ কর্মসূচির আওতায় প্রতি বছর অংশগ্রহণকারী শহরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৬ সালে যেখানে ৭৩টি বড় শহর এই সমীক্ষায় অংশ নিয়েছিল সেখানে ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩২০। এবছর সবথেকে বেশি নাগরিকদের মতামত পাওয়া গেছে౼ ৫ কোটি। গত বছর ১ কোটি ৮৭ লক্ষ মানুষ সমীক্ষায় অংশ নিয়েছিলেন। কোভিড মহামারীর ফলে উদ্ভুত পরিস্থিতির মধ্যে মাত্র ২৮ দিনে এই সমীক্ষার কাজ করা হচ্ছে।  

        পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, নগরোন্নয়ন মন্ত্রী এবং বিভিন্ন শহরের মেয়ররা উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিবীদ, ঊর্দ্ধতন কর্মকর্তা, অসরকারী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন। এবার বিভিন্ন শাখায় ৩০০ টি পুরস্কার দেওয়া হবে। এই কর্মসূচি শুরু হওয়ার পর ৩ হাজারের বেশি পুরসভায় মাটিতে মিশে যায়না এ ধরণের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ২৪৬টি শহর ‘সাফাইমিত্র সুরক্ষা চ্যালেঞ্জ’-এ অংশ নিয়েছে। নর্দমা এবং সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় সাফাই কর্মীদের সুরক্ষার দিকটি কতটা বিবেচনা করা হয় তার ওপর ভিত্তি করে সাফাইমিত্র সুরক্ষা পুরস্কার দেওয়া হবে।

        স্বচ্ছ অমৃত মহোৎসবের মধ্য দিয়ে যেসব শহর স্বচ্ছতা অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে তাদের কাজের স্বীকৃতি এই উদ্যোগের মাধ্যমে দেওয়া হবে।  

 

CG/CB/NS


(Release ID: 1773209) Visitor Counter : 174