তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১১টি বিভিন্ন ভাষায় চলচ্চিত্র প্রদর্শিত হবে

নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২১

 

৫২তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভিন্নধর্মী চলচ্চিত্র বিভাগে একাধিক ভাষায় ১১টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। রাডু জাদে পরিচালিত রোমানিয়ান চলচ্চিত্র ‘ব্যাড লাক ব্যাঙ্গিং অর লুনি পর্ণ’; লেভান কগুয়াশভিলি পরিচালিত জর্জিয়ান চলচ্চিত্র ‘ব্রাইটন ফোর্থ’; জুহো কুওসমানেন পরিচালিত রাশিয়ান চলচ্চিত্র ‘কম্পার্টমেন্ট নম্বর-৬’; ওমর এল জোহাইরি পরিচালিত আরবিক চলচ্চিত্র ‘ফেদার্স’; মারিয়া শ্রেডার পরিচালিত জার্মান চলচ্চিত্র ‘আই অ্যাম ইয়োর ম্যান’; সন বেকার পরিচালিত ইংরাজী চলচ্চিত্র ‘রেড রকেট’; আয়েতেন আমিন পরিচালিত আরবিক চলচ্চিত্র ‘সৌদ’; পাবলো লারেন পরিচালিত ইংরাজী ছবি ‘স্পেনসর’; ইলদিকো এনিয়েদি পরিচালিত ‘দ্য স্টোরি অফ মাই ওয়াইফ’; জোয়াকিম ট্রিয়ার পরিচালিত ‘দ্য ওয়ার্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড এবং ডুকোর্নাউ পরিচালিত ফরাসী ছবি ‘টাইটন’ চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে।  

 

CG/SS/SB


(रिलीज़ आईडी: 1772983) आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu , Malayalam