প্রতিরক্ষামন্ত্রক

মনোহর পারিকরের নামে ইন্সটিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের নামকরণ করেছেন প্রতিরক্ষামন্ত্রী

Posted On: 15 NOV 2021 1:15PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫  নভেম্বর, ২০২১

 

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লীতে আজ (১৫ নভেম্বর) প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের নামানুসারে ইন্সটিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের নতুন নামকরণ করেছেন। এই প্রতিষ্ঠানের নতুন নাম এখন থেকে মনোহর পারিকর ইন্সটিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস (এমপি-আইডিএসএ)। প্রতিরক্ষামন্ত্রী এই প্রতিষ্ঠানটির সভাপতি। সম্প্রতি প্রতিষ্ঠানের সাধারণ সভায় এর নতুন নামকরণের বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়।  

প্রতিরক্ষামন্ত্রী তাঁর ভাষণে প্রয়াত মনোহর পারিকরকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের সময় শ্রী পারিকর এই প্রতিষ্ঠানের মানোন্নয়নে উদ্যোগী হয়েছিলেন। তাঁদের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি চারণা করে শ্রী সিং বলেন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর সংশ্লিষ্ট ক্ষেত্রে সুস্পষ্ট ধারণা ছিল। তিনি প্রতিরক্ষা সরঞ্জাম দেশে উৎপাদনে উৎসাহী ছিলেন। রাজনীতির সঙ্গে সামরিক ব্যবস্থার সমন্বয় ঘটানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। উরি হামলার জবাব দিতে শ্রী পারিকরের প্রতিরক্ষামন্ত্রী থাকার সময় ২০১৬ সালে জঙ্গী বিরোধী অভিযান চালানো হয়। স্বশস্ত্র বাহিনীর এক পদ এক পেনশন নীতির সিদ্ধান্ত গ্রহণের জন্য শ্রী পারিকর স্মরণীয় হয়ে থাকবেন।  

এমপি-আইডিএসএ-র বিভিন্ন কাজকর্মের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতি নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘ ৬ দশক ধরে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে শিক্ষাবিদ ও বিভিন্ন গবেষকরা নানা দেশের সরকারি দপ্তরের সঙ্গে একযোগে কাজ করেন। এর ফলে একবিংশ শতাব্দীর বিভিন্ন সমস্যা মোকাবিলায় সুবিধা হয়।   

প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনশীল আন্তর্জাতিক নিরাপত্তা প্রেক্ষাপটে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। কোভিড-১৯ মহামারীর মতো অদৃশ্য শত্রুর মোকাবিলা করার প্রসঙ্গটিও তিনি উত্থাপন করেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শক্তিশালী ভারত গড়তে আরও গুরুত্বপূর্ণ গবেষণা এবং নীতি নির্ধারণে সহায়তা করবে বলে তিনি আশা করেন। এ কাজে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

শ্রী সিং আজ এই প্রতিষ্ঠানের ছাদে থাকা সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্টটিকে ১০০ কিলোওয়াট গ্রিডের সঙ্গে যুক্ত করেন। সরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরশক্তি উৎপাদনের অঙ্গ হিসেবে নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানী মন্ত্রক এমপি-আইডিএসএ ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য এই প্ল্যান্টটি স্থাপন করেছে। এর ফলে এই প্রতিষ্ঠানে বছরে বিদ্যুতের জন্য ১৪ লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ওপেন এয়ার জিমেরও উদ্বোধন করেন। তিনি বলেন, মহামারীর আবহে সুস্থ থাকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কয়েকটি গবেষণাধর্মী বইয়েরও উদ্বোধন করা হয়। এমপি-আইডিএসএ-র মহা নির্দেশক শ্রী সুজন আর চিনয় প্রতিরক্ষামন্ত্রীর বিভিন্ন সময় নানা পরামর্শের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন দূরদর্শী নেতা মনোহর পারিকরের প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ এই প্রতিষ্ঠান  তাঁর নামে করা হল।   

 

CG/CB/NS



(Release ID: 1772020) Visitor Counter : 205