প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৫ই নভেম্বর রাঁচিতে ভগবান বীরসা মুন্ডা স্মৃতি উদ্যান এবং স্বাধীনতা সংগ্রামী সংগ্রহশালার উদ্বোধন করবেন
ভগবান বীরসা মুন্ডার জন্মদিন ১৫ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হবে
আদিবাসী সংস্কৃতি ও ইতিহাসের সংরক্ষণ এবং প্রচারের ক্ষেত্রে সংগ্রহশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
ভগবান বীরসা মুন্ডার ২৫ ফুট উচ্চতার মূর্তি সংগ্রহশালায় থাকবে
অন্যান্য আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে তুলে ধরা হবে
Posted On:
14 NOV 2021 4:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ই নভেম্বর, ২০২১
কেন্দ্রীয় সরকার ভগবান বীরসা মুন্ডার জন্মদিনকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ই নভেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটে ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে রাঁচিতে ভগবান বীরসা মুন্ডা স্মৃতি উদ্যান এবং স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রহশালার উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের মূল্যবান অবদানকে স্বীকৃতি জানানোর বিষয়ে সব সময় গুরুত্ব দেন। বিশেষত ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের আত্মোৎসর্গের কথা প্রচারের উপর তিনি জোর দেন। ২০১৬ সালের স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আদিবাসী স্বাধীনতা সংগ্রামীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের স্মরণে সংগ্রহশালা, স্মৃতিসৌধ গড়ে তোলার প্রয়োজন , যাতে তাদের আত্মবলিদানের কথা আগামী প্রজন্ম জানতে পারে। আদিবাসী বিষয়ক মন্ত্রক দেশে বিভিন্ন জায়গায় আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রহশালা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন রাজ্য ও অঞ্চলের আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এই সংগ্রহশালাগুলিতে তুলে ধরা হবে।
ভগবান বীরসা মুন্ডা স্মৃতি উদ্যান এবং স্বাধীনতা সংগ্রামী সংগ্রহশালা ঝাড়খন্ড রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে রাঁচির পুরোনো কেন্দ্রীয় কারাগারে গড়ে তোলা হয়েছে। যেখানে ভগবান বীরসা মুন্ডা তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। দেশ এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য তাঁর আত্মোৎসর্গকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রচারের ক্ষেত্রে এই সংগ্রহশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের বন, জমির অধিকার এবং সংস্কৃতিকে যেভাবে রক্ষা করে এসেছে, সেটি তুলে ধরা হবে। এছাড়াও দেশ গঠনের জন্য তাদের শৌর্য ও আত্মোৎসর্গ প্রচার করা হবে।
শহিদ বুধু ভগত, সিধু - কানু, নীলাম্বর – প্রীতম্বর, দিবা – কিষুণ, তেলেঙ্গা – খাদিয়া, গয়া মুন্ডা, যাত্রা ভগত, ভাগীরথী মাঝি, গঙ্গা নারায়ণ সিং -এর মতো আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের কথাও ভগবান বীরসা মুন্ডার সঙ্গে তুলে ধরা হবে। এই সংগ্রহশালায় ভগবান বীরসা মুন্ডার ২৫ ফুট লম্বা মূর্তি এবং এই অঞ্চলের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের ৯ ফুট মূর্তিও উন্মোচন করা হবে।
স্মৃতি উদ্যান কারাগার সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলের ২৫ একর জমি নিয়ে গড়ে তোলা হয়েছে। এই সংগ্রহশালায় সঙ্গীতের মুর্চ্ছনা, খাবার জায়গা, শিশু উদ্যান, বাগান ও অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
CG/CB/SFS
(Release ID: 1771943)
Visitor Counter : 188
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada