সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এমপি কাপ চ্যাম্পিয়নশিপ- স্যার প্রতাপ সিং কাপ ২০২১-এর আয়োজন করা হয়েছে

Posted On: 13 NOV 2021 4:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ নভেম্বর, ২০২১
 
 
আজাদি কা অমৃত মহোৎসবের মাধ্যমে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন এবং ভারতের গৌরবময় সংস্কৃতিকে তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে এবার এমপি কাপ পোলো চ্যাম্পিয়নশিপ, স্যার প্রতাপ সিং কাপ-২০২১-এর ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি এবং বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীমতি মিনাক্ষী লেখি আগামী ১৪ নভেম্বর জয়পুর পোলো গ্রাউন্ডে ফাইনাল খেলার উদ্বোধন করবেন। এই খেলাটি ভারতীয় পোলো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। স্যার প্রতাপ সিং কাপ ভারতের অন্যতম ঐতিহাসিক এবং প্রধান পোলো টুর্নামেন্ট। যেটি ১৯২১ সালে চালু হয়েছিল।
 
ফাইনাল খেলা দেখার জন্য উপস্থিত থাকবেন ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সামরিক বাহিনীর প্রধান জেনারেল এম এম নারাভানে, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী সহ সামরিক, বিমান ও নৌবাহিনীর পদস্থ আধিকারিকরা।
 
বিভিন্ন রাষ্ট্রদূতদের এই খেলায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
 
ভারতের পোলো খেলার ইতিহাস অনুযায়ী জানা যায় যে, ১৮৯২ সালে ফুলক্রার্ম অফ পোলো ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান পোলো এসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। যোধপুরের মহারাজা স্যার প্রতাপ সিং ১৯২১ সালে এইচ আর এইচ ডিউক অফ কনট-এর ভারত সফর স্মরণে এই কাপটির প্রচলন করেছিলেন। এটি একটি ১৪ গোলের ট্রফি। যার প্রথম খেলাটি হয়েছিল ১৯২১ সালে, দিল্লিতে। ওই খেলায় পাতিয়ালা দল জয়লাভ করেছিল।
 
এই খেলাটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া এবং খেলো ইন্ডিয়া  অভিযানের সাথে সম্পর্কিত।
 
পোলো সহ অনেক খেলাধূলার ঐতিহ্যের সাথে ভারতের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। পোলো খেলাকে  ভারতের "ঐতিহ্যবাহী ক্রীড়া" হিসাবে অভিহিত করা হয়।
 
 
CG/ SB

(Release ID: 1771547) Visitor Counter : 188


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu