স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১১১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৫৮ লক্ষ ৪২ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২৬ শতাংশ
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৫০
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮, যা ২৭৪ দিনে সর্বনিম্ন
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.০৫ শতাংশ, যা গত ৫০ দিন ২ শতাংশের নীচে
Posted On:
13 NOV 2021 9:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় ৫৮ লক্ষ ৪২ হাজার ৫৩০টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী এ পর্যন্ত ১১১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার ১৩৪টি ডোজ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,০৩,৮০,১৯২; দ্বিতীয় ডোজ – ৯৩,১৭,২০৪।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,৮৩,৭৩,৮০৩; দ্বিতীয় ডোজ – ১,৬১,৪৪,৬১৫।
১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ৪৩,০৫,৮৫,০৪২; দ্বিতীয় ডোজ – ১৬,৫৯,৯৩,৮৬৯।
৪৫-৫৯ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১৭,৭৮,১১,৭৫৭; দ্বিতীয় ডোজ – ১০,৩৫,৯৪,৮৫০।
ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১১,১৪,৩৭,৬৬২ দ্বিতীয় ডোজ – ৭,০৪,০৯,১৪০।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের সংখ্যা ১,১১,৪০,৪৮,১৩৪।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ৪০৩ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে দেশে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ২৬ হাজার ৪৮৩।
একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.২৬ শতাংশ।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয়মূলক প্রয়াসের ফলে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে ১৩৯ দিন ৫০ হাজারের নীচে রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৫০। অন্যদিকে, সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮, যা ২৭৪ দিনে সর্বনিম্ন। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার, দেশে মোট আক্রান্তের ০.৪০ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার পরিকাঠামো লাগাতার বেড়েছে। সেই অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ৬৬ হাজার ৫৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬২ কোটি ২৩ লক্ষ ৩৩ হাজার ৯৩৯।
একদিকে নমুনা পরীক্ষার পরিকাঠামো যেমন বেড়েছে, অন্যদিকে তেমনই দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৯৪ শতাংশ, যা গত ৪০ দিন ২ শতাংশের নীচে। অন্যদিকে, সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.০৫ শতাংশ। এই হার গত ৫০ দিন ২ শতাংশের নীচে।
CG/SS/SB
(Release ID: 1771518)