মানবসম্পদবিকাশমন্ত্রক

শিক্ষার আন্তর্জাতিকীকরণে সরকারি দৃষ্টিভঙ্গীর বিষয়ে আয়োজিত কূটনৈতিক আলোচনাসভায় শ্রী ধর্মেন্দ্র প্রধান অংশ নিয়েছেন

Posted On: 12 NOV 2021 2:42PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১২ই নভেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ চন্ডীগড় বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি কূটনৈতিক আলোচনাসভায় অংশ নিয়েছেন।

আলোচনায় বিশ্বের জ্ঞানভান্ডার হিসেবে ভারতের অন্তর্নিহিত শক্তি ও কোভিড পরবর্তী নতুন পৃথিবীতে শিক্ষাঙ্গনে ভারতের ভূমিকার বিষয়ে মন্ত্রী নানা প্রসঙ্গ তুলে ধরেন।

ভারতের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২০র জাতীয় শিক্ষা নীতির কারণে এদেশে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়াও বহুস্তরীয় ব্যবস্থাপনায় সামাজিক অংশগ্রহণ এবং উদ্ভাবন, শিল্পোদ্যোগ ও আন্তর্জাতিকীকরণের উপর গুরুত্ব দেওয়ায় ভারতের শিক্ষা ব্যবস্থা নতুন উচ্চতায় পৌঁছবে।

ভারতের শতাব্দী প্রাচীন ‘বসুধৈব কুটুম্বকম’ ধারণায় আমরা বিশ্ব নাগরিক গড়ে তুলতে ব্রতী হয়েছি। শ্রী প্রধান বলেন আন্তর্জাতিক স্তরে অভিন্ন সমস্যাগুলির মোকাবিলা করার জন্য এবং নির্দিষ্ট লক্ষ পূরণে সকলকে একযোগে কাজ করতে হবে। এই আলোচনাসভায় ১২০টি দেশের প্রতিনিধিরা অংশ নেওয়ায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

 

CG/CB/NS/



(Release ID: 1771507) Visitor Counter : 97