স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১১০ কোটি ৭৯ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৫৩ লক্ষ ৮১ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫১৬

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৪১৬, যা ২৬৭ দিনে সর্বনিম্ন

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.১০ শতাংশ, যা গত ৪৯ দিন ২ শতাংশের নীচে

Posted On: 12 NOV 2021 9:42AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৩ লক্ষ ৮১ হাজার ৮৮৯। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১১০ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ২২৫।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৮০,০১৮

 

৯৩,০৭,০৯৬

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৭৩,৫২২

 

,৬১,২৩,০৩৬

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৪২,৯২,৫১,৬৩৪

 

১৬,৩০,৭৩,৫৫৭

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৭,৭৫,০০,৩৩১

 

১০,২৭,২১,৫৯৩

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১১,১২,৫৪,১৭০

 

,৯৯,৬৬,২৬৮

 

মোট

 

,১০,৭৯,৫১,২৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৫৫ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ১৪ হাজার ০৮০।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২৬ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১৩৮ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৬ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৩৭ হাজার ৪১৬ হয়েছে, যা গত ২৬৭ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৪০ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৬৫ হাজার ২৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬২ কোটি ১০ লক্ষ ৬৭ হাজার ৩৫০।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.১০ শতাংশ, যা গত ৪৯ দিন ২ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.০৭ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৩৯ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৭৪ দিন ৩ শতাংশের নীচে।

 

CG/BD/SB


(Release ID: 1771194) Visitor Counter : 197