তথ্যওসম্প্রচারমন্ত্রক

গোয়ায় অনুষ্ঠিতব্য ৫২তম আইএফএফআই-তে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৫টি চলচ্চিত্র অংশ নেবে


গোদাবরী, মে বসন্তরাও এবং সেমখর প্রতিযোগিতায় স্থান পেয়েছে

Posted On: 11 NOV 2021 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২১

 

৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটি বিদেশি ছবি প্রতিযোগিতায় স্থান পেয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের কাহিনীচিত্র প্রতিযোগিতায় অংশ নেবে। গোল্ডেন পিকক সহ অন্যান্য পুরস্কারের জন্য যে ১৫টি চলচ্চিত্রকে বাছাই করা হয়েছে, সেগুলি হ’ল –

১) এনি ডে নাও – নির্দেশক : হামি রামেজান (ফিনল্যান্ড)

২) শার্লট – নির্দেশক : সিমন ফ্র্যাঙ্কো (প্যারাগুয়ে)

৩) গোদাবরী – নির্দেশক : নিখিল মহাজন (মারাঠী, ভারত)

৪) ইন্ট্রেগাল্ডে – নির্দেশক : রাদু মুনতিন (রোমানিয়া)

৫) ল্যান্ড অফ ড্রিমস্‌ - নির্দেশক : শিরিন নেশত এবং শোজা আজারি (নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র)

৬) লিডার – নির্দেশক : কাটিয়া প্রিউইজিনেস্কো (পোল্যান্ড)

৭) মে বসন্তরাও – নির্দেশক : নিপুন অবিনাশ ধর্মাধিকারী (মারাঠী, ভারত)

৮) মস্কো ডাজ নট হ্যাপেন – নির্দেশক : দামিত্রি ফেদেরোভ (রাশিয়া)

৯) নো গ্রাউন্ডে বিনিত দ্য ফিট – নির্দেশক : মোহম্মাদ রাব্বি মৃধা (বাংলাদেশ)

১০) ওয়ানস উই ওয়্যার গুড ফর ইউ – নির্দেশক : ব্র্যাঙ্কো স্মিড (ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভানিয়া)

১১) রিং ওয়ান্ডারিং – নির্দেশক : মাসাকাজু কানেকো (জাপান)

১২) সেভিং ওয়ান হু ওয়াজ ডেড – নির্দেশক : ভ্যাক্ল্যাভ কাদরাঙ্কা (চেক প্রজাতন্ত্র)

১৩) সেমখোর – নির্দেশক : আইমি বড়ুয়া (ডিমাসা, ভারত)

১৪) দ্য ডর্ম – নির্দেশক : রোমান ভাসিয়ানোভ (রাশিয়া)

১৫) দি ফার্স্ট ফলেন : নির্দেশক : রড্রিগো দ্য অলিভিয়েরা (ব্রাজিল)

এই চলচ্চিত্রগুলি বিভিন্ন পুরস্কারে ভূষিত হবে।

১) সেরা চলচ্চিত্র (গোল্ডেন পিকক) – পুরস্কারের নগদ অর্থ ৪০ লক্ষ টাকা। এই অর্থ নির্দেশক ও প্রযোজকের মধ্যে সমভাবে বন্টিত হবে। এছাড়াও, নির্দেশক গোল্ডেন পিকক এবং একটি শংসাপত্র পাবেন। প্রযোজকও শংসাপত্র পাবেন।

২) সেরা নির্দেশক – সিলভার পিকক, শংসাপত্র এবং নগদ ১৫ লক্ষ টাকা।

৩) সেরা অভিনেতা – সিলভার পিকক, শংসাপত্র এবং নগদ ১০ লক্ষ টাকা।

৪) সেরা অভিনেত্রী – সিলভার পিকক, শংসাপত্র এবং নগদ ১০ লক্ষ টাকা।

৫) বিশেষ জুরি পুরস্কার - সিলভার পিকক, শংসাপত্র এবং নগদ ১৫ লক্ষ টাকা

ক) চলচ্চিত্র (জুরির বিচারে চলচ্চিত্রের যে কোনও একটি দিককে বিবেচনা করা হবে) : এই পুরস্কার চলচ্চিত্র নির্দেশককে দেওয়া হবে।

খ) ব্যক্তি-বিশেষ : চলচ্চিত্রে তাঁর সৃজনশীল অবদানের স্বীকৃতি-স্বরূপ।

 

CG/CB/SB



(Release ID: 1771183) Visitor Counter : 144