স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১০৪ কোটি ৪ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২০ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৫৬

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯, যা ২৪৩ দিনে সর্বনিম্ন

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.১৯ শতাংশ, যা গত ৩৪ দিন ২ শতাংশের নীচে

Posted On: 28 OCT 2021 10:09AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২১


দেশে গত ২৪ ঘন্টায় ৫৯ লক্ষ ৯ হাজার ২৫৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১০৪ কোটি ৪ লক্ষ ৯৯ হাজার ৮৭৩

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৩,৭৮,৫৭৮

দ্বিতীয় ডোজ

৯১,৮২,২৭২

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৩,৭০,৪৪৪

দ্বিতীয় ডোজ

,৫৮,২৪,৩৮৩

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪১,২৬,০৯,৯৩৮

দ্বিতীয় ডোজ

১৩,৩৪,০৭,৬২৬

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৭,৩৩,০৬,৯১০

দ্বিতীয় ডোজ

,৩৫,০০,৩৯৬

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১০,৮৮,৩১,২৮১

দ্বিতীয় ডোজ

,৫০,৮৮,০৪৫

মোট

,০৪,০৪,৯৯,৮৭৩

দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৯৫ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২০ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এযাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয় মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ১২৩ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৫৬

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯ হয়েছে, যা ২৪৩ দিনে সর্বনিম্নএরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ০.৪৭ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্ব নিম্ন।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ৯০ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৬০ কোটি ৪৪ লক্ষ ৯৮ হাজার ৪০৫

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.১৯ শতাংশ, যা গত ৩৪ দিন ২ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.২৫ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ২৪ দিন ২ শতাংশের নীচে এবং ৫৯ দিন ৩ শতাংশের নিচে রয়েছে


CG/BD/AS/


(Release ID: 1767239) Visitor Counter : 203