প্রতিরক্ষামন্ত্রক

ভারত-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বার্তালাপ ২০২১-এ প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং

Posted On: 27 OCT 2021 1:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২১

 

রাষ্ট্রসংঘের ল অফ সিজ বা সমুদ্র সংক্রান্ত ১৯৮২’র আইন মান্যতা ব্যবস্থার আওতায় ভারত সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় এবং এই আইনের বাধ্যবাধকতা মেনে চলতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক  বার্তালাপ বা আলোচনাসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। তিনি বলেন, রাষ্ট্রসংঘের ১৯৮২’র এই আইনের সংস্থান অনুযায়ী ভারত সমস্ত দেশের অধিকারকে যথাযোগ্য সম্মান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের জল সীমানায় নিজেদের স্বার্থ ও অধিকার সুরক্ষিত করতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। একই সঙ্গে রাষ্ট্রসংঘের ঐ আইনের সংস্থান অনুযায়ী, আইনের শাসন মেনে চলতেও অঙ্গীকারবদ্ধ। 

প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারত – প্রশান্ত মহাসাগর অঞ্চলকে প্রাকৃতিক এলাকা হিসাবে বর্ণনা করেছেন। এই প্রসঙ্গ উত্থাপন করে শ্রী রাজনাথ সিং বলেন, পণ্য সামগ্রীর পরিবহণ, ধ্যান-ধারণা বিনিময়, উদ্ভাবনের প্রসার এবং সমগ্র বিশ্বকে আরও নিকট করতে যোগাযোগের মাধ্যম হিসাবে সমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংস্কৃতি, পরম্পরা, আর্থিক মডেল, প্রশাসনিক ব্যবস্থার মধ্যে ভিন্নতা থাকা সত্ত্বেও সমগ্র অঞ্চলটি পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই অঞ্চলের সমৃদ্ধি বজায় রাখতে শ্রী সিং এক কার্যকর, সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সমুদ্র মানবজাতির স্থায়ী-ভিত্তিতে অগ্রগতির ক্ষেত্রে অপার সুবিধা দিয়ে থাকে। একইভাবে, সমুদ্র নিরাপত্তার সঙ্গে সন্ত্রাসবাদ, জলদস্যু তৎপরতা, মাদক চোরাচালানের মতো বিষয়গুলিও যুক্ত রয়েছে। তিনি এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক প্রয়াস গ্রহণের আহ্বান জানান। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সামুদ্রিক বিষয়গুলির সমাধানে অভিন্ন পন্থা গ্রহণ করে স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন। 

প্রতিরক্ষা মন্ত্রী, এবারের ভারত-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক আলাপ-আলোচনা থেকে একাধিক ভবিষ্যতমুখী প্রস্তাব পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন। ২০১৮’তে প্রথমবার এই আঞ্চলিক আলাপ-আলচনা আয়োজিত হয়েছিল। কৌশলগত দিক থেকে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে ভারতীয় নৌ-বাহিনী আন্তর্জাতিক স্তরে বার্ষিক সম্মেলনগুলির মধ্যে এটি অন্যতম। বার্ষিক এই আলোচনা ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশন আয়োজন করে। এই সংস্থাটি ভারতীয় নৌ-বাহিনীর নলেজ পার্টনার। 

ভারত-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ডায়ালগের উদ্বোধনী সভায় নৌ-সেনাপ্রধান অ্যাডমিরাল করমবীর সিং প্রাক্তন নৌ-সেনা প্রধান ও ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল সুনীল লাংবা, বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও নীতি প্রণেতারা ভার্চ্যুয়াল পদ্ধতিতে অংশ নেন। 

 

CG/BD/SB



(Release ID: 1766956) Visitor Counter : 181