ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী নারায়ণ রাণে ২০২১ – এর জাতীয় স্তরে সচেতনতা কর্মসূচি ‘সম্ভব’-এর সূচনা করেছেন
Posted On:
27 OCT 2021 2:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নারায়ণ রাণে দেশের অর্থনীতির উন্নয়নে যুবসম্প্রদায়কে শিল্পোদ্যোগে উৎসাহী হতে আহ্বান জানিয়েছেন। শ্রী রাণে রাজ নতুন দিল্লিতে মন্ত্রকের ২০২১ সালের জাতীয় স্তরে সচেতনা কর্মসূচি ‘সম্ভব’ – এর সূচনা করেন। নতুন শিল্পোদ্যোগীদের তিনি নতুন নতুন পণ্য ও পরিষেবা প্রদানের পরামর্শ দেন। অনুষ্ঠানে দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা এবং সচিব শ্রী বি ডি সোয়াইন উপস্থিত ছিলেন।
শ্রী ভার্মা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলিকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার পরামর্শ দিয়েছেন। এই ক্ষেত্রে বর্তমানে ১১-১৫ কোটি মানুষের কর্মসংস্থান হয়। বিভিন্ন কলেজের এবং আইটিআই-গুলির ছাত্রছাত্রীদের জন্য একমাসব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের বিষয়ে ছাত্রছাত্রীরা জানতে পারেন। দেশের ১৩০টি কার্যালয় থেকে এই কর্মসূচি পরিচালিত হবে। ১ হাজার ৩০০-রও বেশি কলেজের প্রায় দেড় লক্ষ ছাত্রছাত্রী এই প্রকল্পে যুক্ত হবেন।
CG/CB/SB
(Release ID: 1766948)
Visitor Counter : 245