শিল্পওবাণিজ্যমন্ত্রক
শ্রী পীযূষ গোয়েল ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি) বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন
प्रविष्टि तिथि:
26 OCT 2021 2:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষেত্রে উৎসাহদানের সঙ্গে যুক্ত দপ্তর (ডিপিআইআইটি) ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি)-এর বিষয়ে যে উদ্যোগ নিয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা করেছেন। এই প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করা হয়। মিশন মোডে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইন্ডিয়ান কোয়ালিটি কাউন্সিল (কিউসিআই) একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে। এমনকি, বেশ কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাকেও এর সঙ্গে যুক্ত করা হয়েছে। ডিপিআইআইটি এই প্রকল্পে প্রাথমিক কাজের জন্য প্রায় ১০ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে।
শ্রী গোয়েল বৈঠকে এই প্রকল্পের কাজে অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এই নেটওয়ার্কটি শীঘ্রই বাস্তবায়িত করার ক্ষেত্রে ইচ্ছাও প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি নির্দেশ দেন যে, এই নেটওয়ার্কের প্রাতিষ্ঠানিক পরিকাঠামো এমনভাবে তৈরি করতে হবে, যাতে তার নৈতিকতা বজায় থাকে এবং সহযোগিতামূলক গণতান্ত্রিক ও দায়িত্বশীল পদ্ধতিতে পরিচালনা সম্ভবপর হয়। বৈঠকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, নাবার্ড, ন্যাশনাল পেমেন্টস্ কর্পোরেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসই, সিডিএলএল সহ একাধিক সংস্থার প্রতিনিধি ওএনডিসি-র বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য সুবিধার দিকগুলি তুলে ধরেন। ডিপিআইআইটি-র সচিব শ্রী অনুরাগ জৈন ওএনডিসি-র উপদেষ্টা পর্ষদের সদস্য শ্রী আর এস শর্মা সহ একাধিক ব্যক্তি এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন।
CG/SS/SB
(रिलीज़ आईडी: 1766673)
आगंतुक पटल : 225