তথ্যওসম্প্রচারমন্ত্রক

নবরাত্রীর বিশেষ অনুষ্ঠানের জন্য ডিডি ন্যাশনালের দর্শকসংখ্যার বৃদ্ধি

Posted On: 25 OCT 2021 4:00PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৫শে অক্টোবর, ২০২১

 

দূরদর্শন থেকে অযোধ্যার রামলীলা,রামায়নের ঘটনাবলীর উপর নির্মিত চলচ্ছিত্র এবং নবরাত্রীর জন্য অন্যান্য বিশেষ অনুষ্ঠানের ফলে দূরদর্শনের দর্শক সংখ্যা বেড়েছে। বিশেষ অনুষ্ঠানগুলি সম্প্রচারের ফলে তা ৪২১% বৃদ্ধি পেয়েছে।  

নবরাত্রীর সময়ে বিশেষ অনুষ্ঠানগুলির জন্য পূর্ববর্তী সপ্তাহগুলি থেকে দূরদর্শনের দর্শক সংখ্যা অনেক বেশি ছিল। কোন কোন দিন এই সংখ্যা ১৩৯% বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে  দর্শক দূরদর্শনের অনুষ্ঠান প্রচুর উপভোগ করেছেন। ১০ দিন ধরে গড়ে ৬.৭ ঘণ্টা অর্থাৎ মোট ৬৭ ঘন্টার বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।

বিজয়ওয়াড়ার কনক দুর্গার কুমকুমা পূজা ও অলঙ্করম , তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী নবরাত্রী ব্রহ্মোৎসবম, দিল্লির ছত্তরপুর মন্দির ও  ঝান্ডেওয়ালানের আরতি, কলকাতার মহালয়া ౼ এই বিশেষ অনুষ্ঠানগুলি এই সময়কালে শুধুমাত্র দূরদর্শনে সম্প্রচার হয়েছে।

 

CG/CB/NS



(Release ID: 1766354) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu