সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ টিকার ১০০ কোটি ডোজ দেওয়ার ঐতিহাসিক সাফল্য উদযাপনের অঙ্গ হিসাবে ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ ১০০টি স্মৃতিসৌধকে ত্রিবর্ণরঞ্জিত আলোক সজ্জায় সাজিয়েছে

Posted On: 21 OCT 2021 5:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২১
 
 
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বিশ্বের দ্রুততম টিকাকরণ অভিযানে ১০০ কোটি কোভিড প্রতিরোধী টিকার ডোজ দেওয়ার ঐতিহাসিক সাফল্য উদযাপনের অঙ্গ হিসাবে দেশের ১০০টি স্মৃতিসৌধকে ত্রিবর্ণরঞ্জিত আলোক সজ্জায় সাজিয়েছে। কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে যেসব কোভিড যোদ্ধা নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গ হিসাবে এই উদ্যোগ।
 
যে ১০০টি স্মৃতিসৌধকে আলোক সজ্জায় সাজানো হচ্ছে, তার মধ্যে ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যশালী স্থান দিল্লির লালকেল্লা, কুতুবমিনার, রাজস্থানের চিতোর ও কুম্ভলগড় দুর্গ, উত্তর প্রদেশের ফতেপুর সিক্রি, আগ্রা দুর্গ উল্লেখযোগ্য। 
 
টিকা কর্মী, সাফাই কর্মচারী, স্বাস্থ্য কর্মী, সহযোগী যোদ্ধা, পুলিশ কর্মী - যাঁরা মহামারীর সময়েও নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করেছেন, তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে ২১ অক্টোবর রাতে এই সৌধগুলিতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ভাইরাস সংক্রমণ ও এর তৃতীয় ঢেউ আটকাতে টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে ১০০ কোটি কোভিড টিকার ডোজ দেওয়ার সাফল্য চীনের সঙ্গে ভারতও অর্জন করলো। 
 
 
CG/CB/SB

(Release ID: 1765595) Visitor Counter : 197