কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় সরকারের কাছে জমে থাকা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য দোসরা অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ প্রচারাভিযান কর্মসূচির বিষয় পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং

Posted On: 20 OCT 2021 6:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২১


বিজ্ঞান ও প্রযুক্তি দফতর,ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রী দফতর, কর্মীবর্গ, গণঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি এবং মহাকাশ দফতরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং আজ সংশ্লিষ্ট দফতর/বিভাগ/মন্ত্রকের আওতাধীন কেন্দ্রীয় সরকারের কাছে জমে থাকা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য দোসরা অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ প্রচারাভিযান কর্মসূচির অগ্রগতির বিষয় পর্যালোচনা করেছেন । এই পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব, প্রধান সচিব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বৈঠকে ডাঃ জিতেন্দ্র সিং-কে জানানো হয়েছে যে, ২০ দিনেরও কম সময়ে এই বিশেষ প্রচারাভিযানের ফলে সংশ্লিষ্ট মন্ত্রক/দফতরের আওতাধীন সরকারের এক লক্ষ বর্গফুটেরও বেশি জায়গা দখলমুক্ত করা গেছে। একইভাবে মাত্র কয়েক সপ্তাহের অল্প সময়ের মধ্যে জমে থাকা প্রায় ৪ লক্ষ ফাইল ছাড়া হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সরকার জমে থাকা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এই প্রচারাভিযান শুরু করেছে । এদিন বৈঠকে ডাঃ সিং প্রশাসনিক সংস্কার ও গণঅভিযোগ দফতরের সঙ্গে অন্যান্য দফতর/মন্ত্রকের সমন্বয় সাধন করে জমে থাকা অভিযোগের দ্রুত সমাধানের উদ্যোগ নিতে নির্দেশ দেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ১৫ আগস্ট লালকেল্লার প্রাকার থেকে ভাষণে প্রতি বছর দোসরা অক্টোবর স্বচ্ছ ভারত কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন । সেকথা স্মরণ করে ডাঃ জিতেন্দ্র সিং বলেন, এই কর্মসূচি এখন জন আন্দোলনে পরিণত হয়েছে । একইভাবে কেন্দ্রীয় সরকারের কাছে জমে থাকা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এই প্রচারাভিযান কর্মসূচিকে জনআন্দোলনের রূপ দিতে হবে বলেও জানান তিনি। শ্রী সিং বলেন, এই বিশেষ প্রচারাভিযানের লক্ষ্যই হল সাধারণ মানুষের অভিযোগের সময় মতো সমাধান ও কার্যকরী নিষ্পত্তি সুনিশ্চিত করা । এই প্রচারাভিযানের মাধ্যমে সাংসদ, রাজ্য সরকার, আন্তঃমন্ত্রক এবং প্রতিটি মন্ত্রক/দফতরের মধ্যে সমন্বয় গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি ।

 

 
CG/SS/RAB



(Release ID: 1765315) Visitor Counter : 157