সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল কুশিনগরে অভিধাম্মা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন

Posted On: 19 OCT 2021 2:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২১
 
 
উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন আগামীকাল উত্তরপ্রদেশের কুশিনগরে অভিধাম্মা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করছে। আশ্বিন পূর্ণিমা উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। এছাড়াও, বৌদ্ধ ধর্মাবলম্বী শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, নেপাল, ভুটান ও কাম্বোডিয়ার বৌদ্ধভিক্ষুরা উপস্থিত থাকবেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা মরশুমের তিন মাস বৌদ্ধভিক্ষু ও সন্ন্যাসীনীরা বৌদ্ধমঠ ও উপাসনালয়ে দীর্ঘ এই সময় অতিবাহিত করেন। তাই, আশ্বিন পূর্ণিমার দিনটি তাঁদের কাছে অন্যতম পবিত্র তিথি হিসেবে বিবেচিত হয়। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দিবেন প্যাটেল, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি সহ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন। 
 
শ্রীলঙ্কার ওয়াসকাদুয়া মন্দিরের বর্তমান মহানায়কের নেতৃত্বে ১২ সদস্যের একটি বৌদ্ধভিক্ষু দল সহ ১২৩ জন প্রতিনিধি অংশ নেবেন। এই প্রতিনিধিদলে বর্তমান শ্রীলঙ্কা সরকারের পাঁচজন মন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রী মিঃ নমল রাজাপক্ষেও থাকছেন। 
 
উল্লেখ করা যেতে পারে, উত্তরপ্রদেশের প্রাচীন শহর কুশিনগর ভগবান গৌতম বুদ্ধের সর্বশেষ ধ্যানস্থল হয়ে উঠেছিল। এখানেই ভগবান বুদ্ধ তাঁর দেহ রাখার পর মহাপরিনির্বাণ অর্জন করেছিলেন। আর এ কারণেই প্রাচীন কুশিনগর সুদূর অতীত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম তীর্থস্থান হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল কুশিনগর বিমানবন্দর উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই পূণ্য তীর্থ শহরটির সঙ্গে যোগাযোগের এক নতুন পথের সূচনা হতে চলেছে। 
 
এই উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা ও অন্যান্য দেশের বৌদ্ধভিক্ষুদের বস্ত্র ও পোশাক দান করবেন। এর আগেও প্রধানমন্ত্রী দেশে ও বিদেশে একাধিক অনুষ্ঠানে বৌদ্ধভিক্ষুদের বস্ত্র ও পোশাক দান করেছেন। ২০১৪-তে শ্রীলঙ্কা সফরের সময় কলম্বোর মহাবোধি সোসাইটিতে প্রধানমন্ত্রী বৌদ্ধভিক্ষুদের বস্ত্র ও পরিচ্ছদ দান করেন। ২০১৮-তে নতুন দিল্লিতে ভেসাক বুদ্ধ পূর্ণিমা দিবস উদযাপন অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের বৌদ্ধভিক্ষু ও সন্ন্যাসীনীদের এ ধরনের বস্ত্র ও পোশাক দান করেন। 
 
এই উপলক্ষে অজন্তা ফ্রেসকস, বুদ্ধিস্ট সূত্র ক্যালিগ্রাফি, বুদ্ধিস্ট আর্টিফ্যাক্টস ও গুজরাটের বিভিন্ন জায়গা থেকে পাওয়া আলোকচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী অজন্তা গুহাচিত্রের আদলে নির্মিত একটি আলোকচিত্রের প্রদর্শনীও ঘুরে দেখবেন। বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত এই শিল্পকলাগুলি ভারতে সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য ও পরম্পরার সাক্ষ্য বহন করে।
 
 
CG/BD/DM/



(Release ID: 1764999) Visitor Counter : 260