স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে এ পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণের ৯৭ কোটি ৭৯ লক্ষেরও বেশি ডোজ দেওয়া হয়েছে


কোভিড মুক্ত হওয়ার হার বর্তমানে ৯৮.১২ শতাংশ; ২০২০র মার্চের পর যা সর্বোচ্চ

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫৯৬ জন

ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪; গত ২২১ দিনের মধ্যে যা সর্বনিম্ন

সাপ্তাহিক সংক্রমিতের হার ১.৩৭ শতাংশ, যা গত ১১৫ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে

Posted On: 18 OCT 2021 9:49AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০২১

 

দেশে এ পর্যন্ত ৯৭,৭৯,৪৭,২৮৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ১২,০৫,১৬২ জনকে।

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৩,৭৫,৮৬৪ জন টিকার প্রথম ডোজ এবং ৯০,৭৭,৯০১ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৬১,৯৪৯ জন প্রথম ডোজ এবং ১,৫৫,২০,৪৬৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩৯,৩১,৫৭,৫০০ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১,০৭,৩৬,১০৯ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৬,৭৭,৫৯,৩০৬ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮,৬০,২৮,০৫৩ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১০,৫৭,৩৬,৫৮৭ জন প্রথম ডোজ এবং ৬,১১,৯৪,০৪৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৮২ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.১২ শতাংশ। ২০২০র মার্চের পর যা সর্বোচ্চ।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫৯৬ জন। গত ১১৩ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.৫৬ শতাংশ চিকিৎসাধীন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গতকাল ৯ লক্ষ ৮৯ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৫৯ কোটি ১৯ লক্ষ ২৪ হাজার ৮৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ১.৩৭ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১.৩৭ শতাংশ। গত ৪৯ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের কম আর ১৩২ দিন ধরে ৫ শতাংশের কম।

 

CG/CB/SB


(Release ID: 1764761) Visitor Counter : 189