বিদ্যুৎমন্ত্রক
বিদ্যুৎ অপচয়ের পরিমাণ কমাতে বিদ্যুৎ মন্ত্রক বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির শক্তি ক্ষেত্রের হিসেব রাখার কাজ বাধ্যতামূলক করেছে
Posted On:
11 OCT 2021 3:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ আক্টোবর ২০২১
বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার সাধনের আওতায় বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে নির্দিষ্ট সময় অন্তর শক্তি ক্ষেত্রের হিসেব রাখার কাজ চালিয়ে যাওয়া বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ মন্ত্রক।জ্বালানি সংরক্ষণ (ইসি) আইন,২০০১এর নিয়মের আওতায় বিদ্যুৎ মন্ত্রকের অনুমোদন ক্রমে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই)এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।এখানে বলা হয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি তিন মাস অন্তর এই হিসেবের কাজ পরিচালনা করবে এবং ৬০ দিনের মধ্যে শক্তি ক্ষেত্রে যুক্ত কোন ব্যবস্থাপকের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করতে হবে।এমনকি একটি স্বাধীন স্বীকৃত শক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত পরীক্ষক সংস্থার মাধ্যমে বার্ষিক হিসেব পরীক্ষার কাজ করাতে হবে। এই দুটি প্রতিবেদন জন সমক্ষে আনতে হবে।হিসেবের এই প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীর উপভোক্তাদের বিদ্যুৎ-এর খরচ এবং একাধিক এলাকায় বণ্টন ও অপচয়ের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
কোথায় সব থেকে বেশি অপচয় হচ্ছে এবং চুরির ক্ষেত্র চিহ্নিত করে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতেও হবে। এই ধরনের অপচয় এবং চুরির জন্য কর্মকর্তাদের উপর দায়িত্ব বর্তাবে।ফলে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির বিদ্যুতের অপচয় কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে সক্ষম হবে। এই উদ্যোগ দেশে জলবায়ু ক্ষেত্রে কর্মকাণ্ডে প্যারিস চুক্তির লক্ষ্য পূরণে সাহায্য করবে।এমনকি এই অপচয় বাঁচানোর ফলে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলবে।বিইই ন্যাশনাল অ্যাক্রিডিয়েটেট এনার্জি অডিটর এবং এনার্জি ম্যানেজারদের একটি ভাণ্ডার তৈরি করেছে, যারা বিদ্যুৎ ক্ষেত্রের হিসেব এবং অডিট রিপোর্ট তৈরিতে দক্ষ।এছাড়াও তারা ক্ষতি কমানোর জন্য সুপারিশ প্রদান এবং অন্যান্য প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণেও সাহায্য করবে।
CG/SS
(Release ID: 1763109)
Visitor Counter : 412