শিল্পওবাণিজ্যমন্ত্রক
শ্রী পীযূষ গোয়েল শুল্ক বিহীন বাধা দূর করতে আশিয়ান ব্লক'কে আহ্বান জানিয়েছেন
प्रविष्टि तिथि:
08 OCT 2021 2:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল শুল্ক বিহীন বাধা দূর করার জন্য আশিয়ান ব্লক' কে আহ্বান জানিয়েছেন। সি আই আই কর্তৃক আয়োজিত বিভিন্ন অঞ্চলের বাণিজ্য মন্ত্রীদের নিয়ে বিশেষ ইন্দো-আশিয়ান বিজনেস'- এর বৈঠকে শ্রী গোয়েল, অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আশিয়ান) অঞ্চলের বাইরে প্রায়ই তৃতীয় পক্ষের দ্বারা মুক্ত বাণিজ্য চুক্তির অপব্যবহার রোধ করতে আহ্বান জানান।
শ্রী পীযূষ গোয়েল তাঁর ভাষণে আরও বলেন যে, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাম্প্রতিক অতীতে আমাদের আশিয়ান অঞ্চলে বিশেষ করে, কৃষি ও অটো সেক্টরে আমাদের রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধের মোকাবিলা করতে হয়েছিল। আমি মনে করি এগুলো কেবল ভারতসহ অন্যান্য দেশগুলোর পারস্পরিক পদক্ষেপের ফলস্বরূপ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য আমাদের নেতাদের দীর্ঘমেয়াদি আকাঙ্ক্ষাকে আঘাত করবে।'
শ্রী গোয়েল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত তাঁর বক্তব্য উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের "লুক ইস্ট" নীতি "অ্যাক্ট ইস্ট" নীতিতে রূপান্তরিত হয়েছে। গত ২০২০ সালের ১২ নভেম্বর ভারত- আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী আশিয়ান কোভিড-১৯ তহবিলে সাহায্যের কথা জানিয়েছিলেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1762529)
आगंतुक पटल : 192