জলশক্তি মন্ত্রক
শুষ্ক অঞ্চলে ভূগর্ভস্থ জল পরিচালনায় হেলি-বোর্ন সমীক্ষার যৌথভাবে সূচনা করবেন শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ডাঃ জিতেন্দ্র সিং
Posted On:
04 OCT 2021 3:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং আগামীকাল বেলা ১১টায় রাজস্থানের যোধপুরে শুষ্ক অঞ্চলে ভূগর্ভস্থ জল পরিচালনার জন্য হেলি-বোর্ন সমীক্ষার যৌথভাবে সূচনা করবেন। উল্লেখ করা যেতে পারে, ভূগর্ভস্থ জলসম্পদ মানচিত্র প্রণয়ন কর্মসূচির আওতায় রাজস্থান, গুজরাত, হরিয়ানা, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের ৩ লক্ষ ৮৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অত্যাধুনিক হেলি-বোর্ন জিওফিজিকাল বা ভূতাত্ত্বিক ও অন্যান্য বিজ্ঞান ভিত্তিক সমীক্ষা চালানোর জন্য জলশক্তি মন্ত্রকের কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল পর্ষদ এবং হায়দ্রাবাদের ন্যাশনাল জিওফিজিকাল রিসার্চ ইনস্টিটিউট চুক্তি স্বাক্ষর করেছে।
হেলি-বোর্ন বা হেলিকপ্টার ভিত্তিক ভূগর্ভস্থ জল সঞ্চয় সম্পর্কিত এই সমীক্ষা চালানোর উদ্দেশ্য হলো কৃত্রিমভাবে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির জায়গাগুলি চিহ্নিতকরণ, ত্রিমাত্রিক জিওফিজিকাল মডেল প্রণয়ন, উলম্ব ও আড়াআড়িভাবে জিওফিজিকাল থিমেটিক মানচিত্র প্রণয়ন প্রভৃতি। এই সমীক্ষার মাধ্যমে ভূগর্ভস্থ জল সঞ্চিত অংশের সঙ্গে অন্য অংশের যোগসূত্র স্থাপনের সম্ভাবনা বিষয়টিও খতিয়ে দেখা হবে।
উল্লেখ করা যেতে পারে, সমীক্ষার প্রথম পর্যায়ে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১ লক্ষ ১ হাজার বর্গ মিটার অঞ্চল জুড়ে সমীক্ষার কাজ চলবে। এই কাজে খরচ ধরা হয়েছে জিএসটি সহ ৪৫ কোটি ৮০ লক্ষ টাকা। দ্বিতীয় পর্যায়ে ২ লক্ষ ৮৭ হাজার বর্গ কিলোমিটার অঞ্চলে সমীক্ষার কাজ পরিচালিত হবে। ইতিমধ্যেই রাজস্থান, হরিয়ানা ও গুজরাতের বিভিন্ন এলাকায় সমীক্ষা চালানোর অনুমতি মিলেছে।
CG/BD/SKD/
(Release ID: 1760979)
Visitor Counter : 196