প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্যামজী কৃষ্ণ বর্মার জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

Posted On: 04 OCT 2021 10:36AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৪ অক্টোবর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্যামজী কৃষ্ণ বর্মার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ২০০৩ সালে সুইৎজারল্যান্ড থেকে শ্যামজী কৃষ্ণ বর্মার চিতাভষ্ম দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং ২০১৫ সালে ব্রিটেন থেকে তাঁর পুনঃপ্রতিষ্ঠিত শংসাপত্র ফিরিয়ে নিয়ে আসার কথা স্মরণ করেন।

একাধিক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, 

“মহান বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী শ্যামজী কৃষ্ণ বর্মার জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য। দেশকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান কখনো ভোলায় নয়। 

শ্যামজী কৃষ্ণ বর্মার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য।

আমি ২০০৩ সালে সুইৎজারল্যান্ড থেকে শ্যামজী কৃষ্ণ বর্মার চিতাভষ্ম ফিরিয়ে নিয়ে আসার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করেছি এবং ২০১৫ সালে আমার ব্রিটেন সফরের সময় তাঁর পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার শংসাপত্র গ্রহণ করি। এটি গুরুত্বপূর্ণ যে, তরুণ ভারত তাঁর সাহস ও উদারতা সম্পর্কে আরও বেশি করে জানতে আগ্রহী।”

 

CG/SS/SKD/



(Release ID: 1760954) Visitor Counter : 193