জাহাজচলাচলমন্ত্রক

কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রী পরিবহণের মাধ্যমে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি বাস্তবায়িত করার জন্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রশংসা করেছেন

Posted On: 04 OCT 2021 12:16PM by PIB Kolkata

মুম্বাই,  ০৪ অক্টোবর, ২০২১

 

সামুদ্রিক পরিবহণের সর্ববৃহৎ মাধ্যম হিসেবে রূপন্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদৃ্ষ্টি বাস্তবায়িত করার ক্ষেত্রে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এসসিআই) ভূমিকার  প্রশংসা করেছেন কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল। আজ মুম্বাইয়ে শিপিং কর্পোরেশনের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে শ্রী সোনওয়াল ভাষণ দিচ্ছিলেন। এই উপলক্ষে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন। 

শ্রী সোনওয়াল শিপিং কর্পোরেশনের বর্তমান ও প্রাক্তন কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, গত ৬০ বছরে শিপিং কর্পোরেশন সাফল্যের এক প্রতীক হয়ে উঠেছে। ভবিষ্যতেও শিপিং কর্পোরেশনকে তার সক্ষমতা অটুট রাখতে হবে। শ্রী সোনওয়াল বলেন, টিম ইন্ডিয়া’র মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে, যাতে প্রত্যেক নাগরিক তার সক্ষমতা ও সাফল্য প্রকাশের সুযোগ পান এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। 

নৌ বাণিজ্য ক্ষেত্রের সম্ভাবনা সম্পর্কে শ্রী সোনওয়াল বলেন, সামুদ্রিক সম্পদের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে এবং এই সম্পদের সঠিক সদ্ব্যবহার জরুরি। তিনি বলেন, নৌ বাণিজ্য ক্ষেত্রের উন্নয়নে আরও অনেক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। এই প্রেক্ষিতে তিনি, শিপিং কর্পোরেশন ইতিমধ্যেই যে সমস্ত উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন। 

বাইরের কোনো সাহায্য না নিয়েই শিপিং কর্পোরেশন হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছে, এজন্য তিনি কর্পোরেশনের প্রয়াসের প্রশংসা করেন। তিনি বলেন, এর থেকে কর্পোরেশনের আত্মনির্ভর হয়ে ওঠার মানসিকতা প্রতিফলিত হয়, যা প্রকৃত পক্ষে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আরও একটি পদক্ষেপ।

শ্রী সোনওয়াল ও বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী ঠাকুর আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য কান্ডলা বন্দর থেকে চেন্নাই পর্যন্ত কর্পোরেশনের একটি জাহাজের ভার্চুয়াল পদ্ধতিতে যাত্রা সূচনা করেন। এই জাহাজটি মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক লেনদেন করবে। কান্ডলা বন্ধর থেকে যাত্রা শুরু করে জাহাজটি কোচি ও তুতিকোরিন বন্দরে যাবে এবং সেখান থেকে পণ্য সামগ্রী বোঝাই করে মধ্যপ্রাচ্যের দেশগুলির উদ্দেশে যাত্রা শুরু করবে। 

অনুষ্ঠানে শ্রী ঠাকুর বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে দেশে গুরুত্বপূর্ণ সমস্ত নৌ বন্দরগুলির মানোন্নয়নে সম্ভাব্য সবরকম প্রয়াস নেওয়া হচ্ছে। শিপিং কর্পোরেশনের ঘটনাবহুল ৬০ বছরের বিভিন্ন কৃতিত্বের কথা সম্বলিত একটি কফি টেবল্ বুক প্রকাশ করেন শ্রী সোনওয়াল। তিনি শিপিং কর্পোরেশনের মুম্বাই ক্যাম্পাসে তুলসি চারা গাছ রোপণ করেন। অনুষ্ঠানে লোকসভার সদস্য শ্রী মনোজ কোটাক, জাহাজ পরিবহণ সচিব ডঃ সঞ্জীব রঞ্জন, মুম্বাই পোর্টট্রাস্টের চেয়ারম্যান রাজীব জালোটা প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ করা যেতে পারে, পূর্বতন ইস্টার্ন শিপিং কর্পোরেশন এবং ওয়েস্টার্ন শিপিং কর্পোরেশনের সংযুক্তিকরণ ঘটিয়ে ১৯৬১ সালের দোসরা অক্টোবর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়। নবরত্ন মর্যাদা প্রাপ্ত শিপিং কর্পোরেশনকে আরও অধিকার দিতে সায়ত্বশাসনের ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে কর্পোরেশন মূলধন ব্যয়ের পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমে নতুন সংস্থা গঠন করতে পারে। 

 

CG/BD/SKD/



(Release ID: 1760952) Visitor Counter : 170