পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী ভূপেন্দর যাদব দেশের সব জলাভূমির তথ্য সম্বলিত ‘ওয়েটল্যান্ড অফ ইন্ডিয়া’ পোর্টালের সূচনা করেছেন

Posted On: 02 OCT 2021 2:40PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ০২ অক্টোবর, ২০২১

 

        গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আজাদি কা অমৃৎ মহোৎসব উদযাপনের জন্য যে বিশেষ উদ্যোগ নিয়েছে তার অঙ্গ হিসেবে ‘ওয়েটল্যান্ড অফ ইন্ডিয়া’ পোর্টালের সূচনা করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব এই পোর্টালের সূচনা করেন। http://indianwetlands.in/-তে ক্লিক করলে দেশের জলাভূমি সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে।

        পোর্টালটিতে জলাভূমি সম্পর্কিত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ভিডিও আপলোড করা হয়েছে। পোর্টালের বিষয়ে যাবতীয় তথ্য প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি ড্যাশবোর্ডের মাধ্যমে যুক্ত করা হয়েছে। আগামীদিনে ওয়েবসাইটটিতে আরও তথ্য সংযোজন করা হবে। যেকোন নাগরিক পোর্টালে তাদের নাম নিবন্ধন করতে পারেন এবং জলাভূমি সম্পর্কিত বিভিন্ন ছবি আপলোড করতে পারবেন। নিবন্ধীকৃত নাগরিকরা জলাভূমি মিত্র-র ভূমিকা পালন করতে পারেন।  

        পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জার্মানীর ডয়েচে গেজেলশ্যাফট ফ্যুর ইন্টারন্যাতসিওনাল সুজামেনআরবাইট (গেইসেট) জিএমবিএইচ-এর সঙ্গে যৌথভাবে এই পোর্টালটি তৈরি করেছে। জামার্নীর পরিবেশ মন্ত্রক আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগের আওতায় প্রকৃতি সংরক্ষণ ও প্রকৃতি সুরক্ষা কর্মসূচিতে প্রকল্পটিতে যুক্ত হয়েছে।

 

CG/CB/NS


(Release ID: 1760494) Visitor Counter : 202