নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

পঞ্চম উইমেন টান্সফর্মিং ইন্ডিয়া পুরস্কার ২০২১-২২-এর জন্য নীতি আয়োগের মহিলা শিল্পোদ্যোগ মঞ্চের পক্ষ থেকে আবেদনপত্র আহ্বান

Posted On: 02 OCT 2021 1:25PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২ অক্টোবর, ২০২১

 

স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপনে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে নীতি আয়োগের ফ্ল্যাগশিপ অভিযান মহিলা শিল্পোদ্যোগ মঞ্চ ৭৫ জন সফল শিল্পোদ্যোগী মহিলাকে সংবর্ধনা দেবে। ৫ বছর আগে চালু হওয়া উইমেন টান্সফর্মিং ইন্ডিয়া পুরস্কার দিয়ে 'সশক্ত অউর সমর্থ ভারত' গড়ে তোলার জন্য মহিলা শিল্পোদ্যোগীদের অবদানকে স্বীকৃতি জানানো হবে। 

শিল্পোদ্যোগের ক্ষেত্রে যে সমস্ত মহিলা আমূল পরিবর্তন নিয়ে এসেছেন, তাদের প্রচেষ্টার স্বীকৃতি জানাতে নীতি আয়োগ এই পুরস্কার দিয়ে থাকে। ২০১৮ থেকে মহিলা শিল্পোদ্যোগ মঞ্চের মাধ্যমে এই পুরস্কার দিয়ে আসা হচ্ছে। দেশে যে সমস্ত মহিলা শিল্পোদ্যোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন এবং অন্যদের উদ্বুদ্ধ করেছেন তাদের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়। 

এবছর উইমেন টান্সফর্মিং ইন্ডিয়া পুরস্কার রাষ্ট্রসংঘ, সিসকো, ফিকি এবং গ্র্যান্ট থর্টন ভারত সংস্থার সঙ্গে অংশীদারিত্বে দেওয়া হবে। মহিলা শিল্পোদ্যোগ মঞ্চের ওয়েবসাটে (https://wep.gov.in) পুরস্কারের জন্য আবেদনপত্র দেওয়া রয়েছে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। একজন মহিলা শিল্পোদ্যোগী নিজে বা অন্য কোন শিল্পোদ্যোগীর নাম পুরস্কারের জন্য পাঠাতে পারেন। ৭টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। এগুলি হল - জনসেবা, উৎপাদন ক্ষেত্র, উৎপাদন বহির্ভূত ক্ষেত্র, অর্থ ব্যবস্থার বিকাশের সঙ্গে যুক্ত পরিষেবা, জলবায়ু পরিবর্তন, সৃজনশীল শিল্প, সংস্কৃতি এবং হস্তশিল্প সহ ডিজিটাল উদ্ভাবন। আবেদনপত্র জমা দেওয়ার যাবতীয় নীতি-নির্দেশিকা ওয়েবসাইটে দেওয়া রয়েছে। 

পুরস্কারের জন্য পাওয়া আবেদনপত্রগুলি তিনটি পর্যায়ে বিশ্লেষণ করা হবে। এজন্য নিরপেক্ষ মূল্যায়ন পদ্ধতি গড়ে তোলা হচ্ছে, যেখানে বিচারকমণ্ডলীর সদস্যরা আবেদনপত্র খতিয়ে দেখবেন। পুরস্কার জয়ী মহিলা শিল্পোদ্যোগীদের আগামী বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবর্ধনা দেওয়া হবে। 

বর্তমানে মহিলা শিল্পোদ্যোগ মঞ্চে ২১ হাজারের বেশি স্বীকৃত ইউজার রয়েছেন এবং মোট ৩৭টি অংশীদারকে নিয়ে এই মঞ্চের কাজকর্ম পরিচালিত হয়।  

 

CG/BD/AS/


(Release ID: 1760484) Visitor Counter : 256