স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে এ পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণের ৮৯ কোটিও বেশি ডোজ দেওয়া হয়েছে


গত ২৪ ঘন্টায় ৬৪ লক্ষ ৪০হাজারের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

কোভিড মুক্ত হওয়ার হার বর্তমানে ৯৭.৮৬ শতাংশ; ২০২০র মার্চের পর যা সর্বোচ্চ

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৭শো ২৭ জন

ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ২২৪; মোট সংক্রমিতের ০.৮২ শতাংশ চিকিৎসাধীন

সাপ্তাহিক সংক্রমিতের হার ১.৭ শতাংশ, যা গত ৯৮ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে

Posted On: 01 OCT 2021 10:04AM by PIB Kolkata

নতুনদিল্লি, ১লা অক্টোবর, ২০২১

 

দেশে এ পর্যন্ত ৮৯,০২,০৮,০০৭ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে   ৬৪,৪০,৪৫১জনকে।         

স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০৩,৭২,৭৯৬ জন টিকার প্রথম ডোজ এবং ৮৮,৯৫,১১৭ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৫২,৭৭৯ জন প্রথম ডোজ এবং ১,৫০,০৬,৩৩৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩৬,০৫,৬৯,১১৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮,৩০,২৭,৭৭৮ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৫,৯৫,৬১,৬৪১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭,৬৮,৩২,৮১২ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১০,১৩,৭২,৭১৩ জন প্রথম ডোজ এবং ৫,৬২,১৬,৯১৮  জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।    

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২৪৬ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৩০ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৭.৮৬ শতাংশ।    

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬হাজার ৭শো২৭ জন। গত ৯৬ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ২ লক্ষ ৭৫হাজার ২২৪ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.৮২ শতাংশ চিকিৎসাধীন।      

দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গতকাল ১৫ লক্ষ ২০ হাজার  ৮শো ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৫৭ কোটি ০৪ লক্ষ ৭৭ হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।   

একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ১.৭ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১.৭৬ শতাংশ। গত ৩২ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের কম আর ১১৫ দিন ধরে ৫ শতাংশের কম।    

 

CG/CB/NS



(Release ID: 1760158) Visitor Counter : 143