প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় নৌবাহিনী ও ওমানের নৌবাহিনীর মধ্যে ‘হোয়াইট শিপিং’ সংক্রান্ত তথ্য আদানপ্রদানের জন্য সমঝোতাপত্র সাক্ষর

प्रविष्टि तिथि: 27 SEP 2021 5:16PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৭শে সেপ্টেম্বর, ২০২১


রয়াল নেভি অফ ওমানের কমান্ডার রেয়ার অ্যাডমিরাল সইফ বিন নাসের বিন মহসেন আল-রাহবি ও ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ২৭শে সেপ্টেম্বর  একটি সমঝোতাপত্র সাক্ষর করেছেন।  ভারতীয় নৌবাহিনীর প্রধানের ওমান সফরের সময় মাস্কটের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টারে হোয়াইট শিপিং বা বাণিজ্যিক অসামরিক জাহাজের বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য এই সমঝোতা পত্র সাক্ষরিত হল।  

এই সমঝোতাপত্র সাক্ষরের ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়ে তথ্য ভারতের আইএফসি- আইওআর এবং ওমানের এমএসসির মাধ্যমে আদানপ্রদান করা হবে। এই অঞ্চলে সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে সুরক্ষা ও নিরাপত্তা বাড়ানোই এই সমঝোতাপত্রের মূল উদ্দেশ্য।

                        

CG/CB/SFS/


(रिलीज़ आईडी: 1758706) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil